আমি শরাব না খেয়েও মাতাল হয়ে থাকি
কবিতা আমাকে মাতাল করে রাখে অষ্টপ্রহর।
শিশুপুত্রের মতো মাঝরাতে জেগে ওঠে আত্মার ভাষা,
আমি অন্ধকারে ভ্রমণ করি।
সুবহে সাদিক অধিক পবিত্র সময়,
চেতনার পাখিরা ঘুমিয়ে থাকে মোলায়েম রাত্রির বুকে,
আমিই কেবল বিনিদ্র,
আত্মার ভাষার সাথে কথা বলি ফিসফিস করে।