আমার শহর ছাড়লে কেন প্রশ্ন মনে জাগছিল
এই হৃদয়ে তোমার জন্য মনে একটা ভাগ ছিল।
তোমার মতো আমার মনেও দুঃখের বান বইছিল
সখিরা সব কানে কানে কত কথাই কইছিল।
তোমার চোখের অবুঝ ভাষা কিছু একটা বলছিল
বুকের ভিতর কষ্ট ছাড়াও দু-চোখ ভরা জল ছিল।
তোমায় দেখার অনুভূতি বুকের ভিতর জমছিল
এতো দেখেও সাধ মেটেনি কোথায় যেন কম ছিল।
আমার চুলের মিষ্টি গন্ধে মাতাল তোমায় লাগছিল
বিমল প্রেমে মত্ত হয়েও মনের মাঝে দাগ ছিল।
প্রথম প্রথম তোমার দেখায় পুলক মনে জাগছিল
ভালোবাসা বুঝনি তাই মনে ভীষণ রাগ ছিল।
বিশ্বাস আমায় করছ বলে ভালোবাসতে পারছিলে
সব পেয়েছি তাই বলে কি প্রেমের কাছে হারছিলে?
আজকে বল আমার ওপর কিসের অভিমান ছিল
সবটা ভুলে মনে আমার তোমার প্রেমের গান ছিল।