মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ঈর্ষার করাত

মনসুর আজিজ
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
ঈর্ষার করাত

আমাকে কেটো না ঈর্ষার করাতে

মনে রেখ আমিও ছিলাম

শব্দের বুদবুদ

দেখ না শুধু ভাসমান সফেদ ফেনা

আজলায় তুলে দেখ মুক্তার ঝলক।

আন্দোলিত বাতাসে কেবল দেখা যায় ক্ষেতের বহিরাঙ্গ

ফসলের ঘ্রাণ পেতে পা রাখো নরম মাটিতে

মাটি তো কখনো করে না ফসলের সাথে ঈর্ষা!

মেঘের সাথে প্রকৃতির কী মধুর সম্পর্ক

বৃষ্টির চুম্বনে বিরান মাঠ হয়ে যায় পোয়াতি

নবান্ন এনে দেয় ঘরে ঘরে আনন্দের বাজনা

ফসলের রং-রূপে বিভোর হয় কৃষক

মানুষের ঈর্ষার ফণা বিষ ঢালে বলে

মরে যায় খাল, সরে যায় নদী

ফুঁপিয়ে কেঁদে কেঁদে তরুলতা হয়ে যায় দহনের বন

মানুষ জেগে ওঠে দানবের রূপে

ঈর্ষার করাতকলে মানুষ শুধু উড়ে যায় সমিলের গুঁড়োর মতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে