মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভুলতে না পারাই কি প্রেম

যুবক অনার্য
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
ভুলতে না পারাই কি প্রেম

তোমার সঙ্গে আমার এই যে আলুথালু প্রেম

যদি অস্বীকার কর, আমি কিছুই মনে করব না

যদি বল-চেনা চেনা লাগে কিন্তু চিনতে পারছ না কিছুতেই,

আমি কিছুই বলব না।

আমার সামনে দিয়ে যদি হেঁটে যাও

অন্য কাউকে নিয়ে

আমি দেখেও করব না-দেখার ভাণ।

যদি বল তোমাকে ভুলে যেতে,

বাধ্য কৃতদাসের মতো মেনে নেব

কালবিলম্ব না করেই।

যদি বলেই বস- এ তলস্নাট ছেড়ে আমি যেন

ততটাই দূরে চলে যাই যেখানে চলে গেলে

তোমার সঙ্গে আমার আর দেখাই হবে না কোনোদিন,

চলে যাব অকাট্য কোনো দূরে।

যদি দিব্যি কেটে বলে দাও-

আমাকে ভালোই বাসোনি কোনোদিন,

মেনে নেব টু শব্দটি না করেই।

শুধু এইটুকু অনুরোধ-

কখনো আকাশ কাঁপিয়ে প্রচন্ড জোছনা নেমে এলে

মনে মনে ভেব- কেউ ছিল কেউ তো কোথাও ছিল,

যাকে ভালো না বাসলেও ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়।

ঠিক তখনই বিরাম চিহ্নের মতো প্রশ্ন দাঁড়িয়ে যাবে-

ভুলতে না পারাই কি তবে প্রেম

মনের মধ্যে মনে মনে থাকাই কি ভালোবাসা?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে