মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

চোরাবালির ফাঁদ

মুহাম্মদ রফিক ইসলাম
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
চোরাবালির ফাঁদ

চোখের ভেতর গুম হয়ে যায়

খুন হয়ে যায়

নাকের ডগায় ফাঁসির কাষ্ঠ হাসে

দড়ির অপর প্রান্তে ঝুলন্ত সময়

লুট হয়ে যাওয়া বাকযন্ত্র

কে রাঁধে

কে খায়

অনুভূতির কলকব্জায় জং ধরে যায়

বধির প্র্যাকটিস থাকে নাচঘরে সাবধানে

অন্দরমহলে যে-ই ঢুকে সে-ই শকুন

রক্ত খায়

মাংস খায়

বুকের পাঁজরে বাজে হৃৎপিন্ডের মল

কে শুঁকে

কে গন্ধ বাড়ায়

মানুষ এখন ন-মানুষ নটরাজ

চোরাবালির গহিন গাঢ় ঘন বালুচর

চরিত্রবিষয়ক প্রসূতিকেন্দ্র

ঘুরেফিরে কৃত্রিম ঘোলের ভাম্যমাণ আদালত

কে বাদী

কে বিবাদী

কেই-বা বিচারক

হোক না অবসান...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে