মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

তুমি

সোহেল রানা
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
তুমি

কেন, কার জন্য এ মন উদাস তোমার?

জিজ্ঞেস করলাম ছায়ার। সে দিল না কোনো উত্তর

আমি গাছের কাছে যাই, নদীর ধারে বসি,

পাখির কাছে শুধাই-

কেন, কার জন্য এ মন উদাস আমার?

কেউ কি দেবে না উত্তর।

অবশেষে ছায়া তার মৌনতা ভেঙে

গাছ তার ছায়া থেকে

পাখির কলেস্নালে সমস্বরে একটাই

আওয়াজ হলো তুমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে