এসো, দ্বিপাক্ষিক গণিত শিখি।
তুমি আমি যা চাই, দু'চোখ বুজে স্রেফ যোগ করে নিই।
আর আমাদের যা কিছু হয়ে উঠেনি কোনোভাবেই
যা কিছু চাই না,পাই না-
সব এক নিমেষেই ঝেড়েমুছে,তল্পিতল্পাসহ বিদেয় করি, বিয়োগ করি।
তারপর এসো সবকিছু নতুন করে সাজাই।
আমাদের দু'জনের যা কিছু ভালো লাগার মন্দ লাগার,
যৌথ প্রযোজনায় গুণ ভাগ করে নিই।
এবং শেষমেশ এসো
যাপিত জীবনের হিসাব মিলাই।
রাতভর গণিত শিখি
জীবন জটিলতায় হাবুডুবু খাওয়ার আগেই হিসাব শেষে, অবশেষে
ভাগফল শূন্য চাই।