সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শুকনো পাতার মতো

শারমিন নাহার ঝর্ণা
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
শুকনো পাতার মতো

আজকাল সম্প্রীতি, মায়া, মমতা

যেন শুকনো পাতার মতো,

খসখসে মচমচে বড্ড অমসৃণ।

সবুজ পাতার সজীবতা খুঁজি

যেথায় শুধুই সবুজে জুড়ায় মন,

ভীষণ মায়ায় আটকে যায় আঁখি দুটি।

আমি হেঁটে চলি সেই পথ ধরে

যেথায় মানুষের প্রতি মানুষের ভালোবাসা

মানবতা আর ভালোবাসার প্রচন্ড ভিড়,

সম্প্রীতির জোয়ারে পাথরে ফোটে রঙ্গম।

বয়ে চলে উত্তাল প্রেমের নদী,

নদীর স্রোতে খসখসে অমসৃণ

শুকনো পাতাটি ভেসে যেত যদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে