মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

হাবিপ্রবি’র ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

থাকছে পুন:নিরীক্ষণের সুযোগ
হাবিপ্রবি প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১৫:৫৮
হাবিপ্রবি’র ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি): ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত ৫ মে থেকে ৭ মে পর্যন্ত বিভিন্ন ইউনিটভিত্তিক পরীক্ষাগুলো কয়েকটি শিফটের মাধ্যমে সম্পন্ন হয়।

নিচে প্রতিটি শিফটের পাশের হার ও সর্বোচ্চ প্রাপ্ত নম্বর তুলে ধরা হলো:

A1 শিফট: পাশের হার ৬১.৩২%, সর্বোচ্চ স্কোর ১২৯.৫০

A2 শিফট: পাশের হার ৪৯.৯১%, সর্বোচ্চ স্কোর ১২৩.৯৮

A3 শিফট: পাশের হার ৫৭.১৭%, সর্বোচ্চ স্কোর ১২৬.২৩

B1 শিফট: পাশের হার ৪৭.০২%, সর্বোচ্চ স্কোর ১১১.২৫

B2 শিফট: পাশের হার ৪৭.১০%, সর্বোচ্চ স্কোর ১১৭.৫০

B3 শিফট: পাশের হার ৪৫.৮৬%, সর্বোচ্চ স্কোর ১১৩.২৫

C (BS) শিফট: পাশের হার ৬৭.২৪%, সর্বোচ্চ স্কোর ১২৭.২৫

C (SH) শিফট: পাশের হার ৭৩.৬২%, সর্বোচ্চ স্কোর ১৩০.৭৫

D1 শিফট: পাশের হার ৬৫.৭৯%, সর্বোচ্চ স্কোর ১৩৬.৭৫

D2 শিফট: পাশের হার ৬৯.১৩%, সর্বোচ্চ স্কোর ১২৬.৭৬

প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দক্রম ফর্ম আগামী ১২/০৫/২০২৫ তারিখ বিকাল ৫ টা হতে ১৫/০৫/২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত পূরণ করা যাবে। ভর্তির তারিখ ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

এছাড়াও ফলাফল প্রকাশের পর পুন:নিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে, এ লক্ষ্যে ১৩ তারিখ রাত ১২.০১ মিনিট হতে ১৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

এর আগে গত ১১ মে সকাল ৫ টায় রেজাল্ট প্রকাশিত হলে বি ইউনিটের তৃতীয় শিফটের রেজাল্টে অসঙ্গতি দেখা দেয়। পরবর্তীতে রেজাল্ট স্থগিত করে আবার পুনঃনিরীক্ষণ করে পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা হয়।

জানা যায়, অনিচ্ছাকৃত ভাবে ওই শিফটের ওএমআর শিটের সেট ওলট পালট হওয়ায় অসঙ্গতি দেখা গেছে।

এ বিষয়ে ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফুয়াদ এল তাজ বলেন, ‘অনিচ্ছাকৃত ভুল ইতোমধ্যেই সংশোধন করা হয়েছে এবং আরও স্বচ্ছতার জন্য আমরা পরবর্তীতে পুনঃনিরীক্ষণের সুযোগ রেখেছি। রেজাল্টে আর কোনো ভুল নেই। পুনঃনিরীক্ষণের জন্য ফি নির্ধারণ করে মূলত পরীক্ষার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে। কারণ রেজাল্ট পুনরায় একাধিকবার চেক করে প্রকাশ করা হয়।’

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ১৭৯৫ টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে