আচ্ছন্ন বরফ রাশির তলে, পৃথিবী সরীসৃপ হবে
গিলে খেয়ে কম্বলের ওম! আর আমরা হবো
বরফ-গলা নদী, বুকে উষ্ণতার মৃতু্য
পাতা আর ঘাস শুধু, শুকনো খড় সাথে
আর দেশলাইয়ের কাঠি, নিয়ম চাইছে আত্মাহুতির
যৌবনের অন্তে দাবানল, অগ্নিগিরির শরীরে ব্যাধি
সূর্যের অর্ধেকটা খেয়ে, পৃথিবী সরীসৃপ হবে
বুঝিবা অচিরেই, আমরা তুষার হবো!
হবো ভার্খোয়ানস্ক এবং অ্যান্টার্কটিকা
তাকিয়ে থাকবে জনপদ আর খিলখিলি হেসে উঠবে
আমরা গরিব বলে।