logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ ৭ আশ্বিন ১৪২৭

  যাযাদি রিপোর্ট   ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০  

বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে চাই প্রযুক্তি দক্ষতা: পলক

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অবারিত প্রযুক্তির যুগে নিজেদের বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দরকার প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো। বিশ্বব্যাপী মানুষের জীবনধারা ডিজিটাল হওয়ার ফলে শুধু অতীতের ধারাবাহিকতা বা দক্ষতার উপর নির্ভর করে আগামী দিনের পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকা যাবে না।

সোমবার আরমেনিয়ার রাজধানী ইয়েরেভানেতে চলমান তিন দিনব্যাপী ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজিতে (ডবিস্নউসিআইটি) বাংলাদেশ স্টলের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, অবারিত তথ্যপ্রযুক্তির যুগে নিজেদের বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে হবে। বিশ্বব্যাপী মানুষের জীবনধারা ডিজিটাল হওয়ার ফলে শুধু অতীতের ধারাবাহিকতা বা দক্ষতার উপর নির্ভর করে আগামীদিনের পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকা যাবে না। তাই প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গঠনে সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ দ্রম্নত ডিজিটাইজড হচ্ছে। বাংলাদেশ দ্রম্নত প্রযুক্তিনির্ভর মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করবে এবং ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে সফল হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডবিস্নউসিআইটি এর মহাসচিব ডক্টর এইচ জেমসসহ ফোরামের অন্য কর্মকর্তাসহ বাংলাদেশ প্রতিদিন দলের কর্মকর্তারা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে