সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সাকিবের ক্যারিয়ারের ১৪ বছর পূর্তি

ক্রীড়া প্রতিবেদক
  ১১ আগস্ট ২০২০, ০০:০০
সাকিবের ক্যারিয়ারের ১৪ বছর পূর্তি
সাকিব আল হাসান

ঠিক ১৪ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪ বছর পূর্তিতে ভক্ত ও সমর্থকদের উদ্দেশে এক আবেগী ভিডিওবার্তা পোস্ট করেছেন এই ক্রিকেটার।

সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওবার্তাটি পোস্ট করেন সাকিব। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, 'দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা।'

সবাইকে ধন্যবাদ জানিয়ে সাকিব আরও লেখেন, 'ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে