শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
জুনিয়র এশিয়া কাপ হকি

জিতলেই সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ মে ২০২৩, ০০:০০

জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়ে ফিরেছে বাংলাদেশ। শুক্রবার গ্রম্নপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ৩-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে লাল-সবুজরা। আজ শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। ওমানের সালালাহ শহরের স্পোর্টস কমপেস্নক্সে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ওমানকে। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিধর মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হেরে যায়। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে লাল-সবুজ জার্সিধারীরা। শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেন আমিরুল ইসলাম। অন্য গোলটি করেন আবেদ উদ্দিন। উজবেকিস্তানের গোলটি করেন ফুজিবেক হুসানভ।

প্রথম তিন কোয়ার্টারে তিন গোল পায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন আমিরুল। ২২ মিনিটে আবার গোল করেন আমিরুল। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই তৃতীয় গোল করে বাংলাদেশ। এবারের গোলদাতা আবেদ উদ্দিন। চতুর্থ ও শেষ কোয়ার্টারে হুসানভের গোলে ব্যবধান ৩-১ করে উজবেকিস্তান।

জুনিয়র এশিয়া কাপে দুই গ্রম্নপে পাঁচটি করে দল রয়েছে। বাংলাদেশ পড়েছে পুল 'বি'তে। দুই গ্রম্নপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। জুনিয়র এশিয়া কাপের শীর্ষ তিন দল জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। গ্রম্নপে ৬ দলের মধ্যে সেমিতে খেলার সম্ভাবনা আছে তিনটি দলের এর মধ্যে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে মালয়েশিয়া। সমান ম্যাচে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ৬ পয়েন্ট। তবে গোলগড়ে বাংলাদেশ (০) থেকে অনেক এগিয়ে কোরিয়া (+১০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে