শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১৫ কোটি ইউরোতেও রোনালদোর কোচ হলেন না জিদান

ক্রীড়া ডেস্ক
  ২৮ মে ২০২৩, ০০:০০

গুঞ্জনটা অনেক দিন ধরেই চলছিল ফুটবল অঙ্গনে। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' গত এপ্রিল জানিয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরে জিনেদিন জিদানকে কোচ হিসেবে পেতে চায়। রুডি গার্সিয়াকে ছাঁটাই করে পথটা তৈরিও করে রেখেছিল সৌদি আরবের দলটি। তবে আল-নাসরের কোচ হওয়ার প্রস্তাবে রাজি হননি ফরাসি কিংবদন্তি।

ইউরোপিয়ান দলবদল নিয়ে নির্ভরযোগ্য ফরাসি সংবাদমাধ্যম 'ফুট মেরকাতো' খবরটি প্রকাশ করেছে। ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপে জেতানো জিদানকে নাকি ২ বছরে ১৫ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭২৭ কোটি ৬১ লাখ টাকা) পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছিল আল-নাসরে। কিন্তু রোনালদোর ক্লাবের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন জিদান।

দুই বছর আগে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের দায়িত্ব ছাড়ার পর থেকেই বেকার বসে আছেন জিদান। মাঝে মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো এই কোচকে নিজেদের দলে ভেড়াতে চেয়েছিল পিএসজি। কিন্তু তিনি নিজে ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চান। তবে দিদিয়ের দেশমের সঙ্গে নতুন চুক্তির পর জিদানকে ফ্রান্স কোচ হওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে।

এদিকে গুঞ্জন উঠেছে, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসও নাকি জিদানের প্রতি আগ্রহী। নিজেদের সাবেক খেলোয়াড়কে ডাগআউটে নিয়ে এসে ইতালিয়ান ক্লাবটি নাকি নতুন প্রকল্প হাতে নিতে চায়। তাই মাসিমিলিয়ানো আলেগ্রিকে বাদ দেওয়ার কথা ভাবছে তুরিনের ক্লাবটি। এর মধ্যেই জিদানের দিকে দৃষ্টি আল-নাসরের।

রিয়ালে দুই মেয়াদে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগসহ ১১টি শিরোপা জেতা জিদানকে নিয়ে এই মৌসুমে একাধিক গুঞ্জন উঠেছিল। দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি নবায়নের আগে ফ্রান্সের জাতীয় দলের ডাগআউটে দাঁড়ানোর দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। চেলসি ও পিএসজির আগ্রহের কথাও শোনা গেছে।

সবশেষ ফুটবলে দলবদল নিয়ে নির্ভরযোগ্য ফরাসি গণমাধ্যম ফুটমেরকাতো এক প্রতিবেদনে জানিয়েছে, রুডি গার্সিয়া চলে যাওয়ার পর সৌদি ক্লাব প্রস্তাব দিয়েছিল তাকে। চুক্তির মূল্য ছিল ১৫ কোটি ইউরো। আর দলটিতে আছেন তার এক সময়ের শিষ্য রোনালদো। কিন্তু আল-নাসরেকে ফিরিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি জিদান। কারণ ইউরোপের বাইরে যেতে চান না তিনি। ইউরোপিয়ান পাঁচ শীর্ষ লিগের বড় কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছা তার। এখন দেখার অপেক্ষা, নিকট ভবিষ্যতে তার চাওয়া পূরণ হয় কি না!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে