শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেসিকে নিয়েই এশিয়া সফরে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
  ২৯ মে ২০২৩, ০০:০০

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে প্রথম বিশ্বকাপ জয়ের পর চলতি বছরের মার্চে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতিম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এবার ফিফার জুন উইন্ডোতে আবারও দুটি প্রীতিম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। তবে মেসিদের এবারের যাত্রা এশিয়া। আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ১৯ জুন জাকার্তায় আজেন্টিনার প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এজন্য শনিবার রাতে মেসিকে অধিনায়ক করে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

এশিয়া সফরের আর্জেন্টিনা দল : গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ। রক্ষণভাগ : নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনিয়া। মাঝমাঠ : লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো। আক্রমণভাগ : লুকাস ওকাম্পোস, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ ও লিওনেল মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে