শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই দফায় বাংলাদেশে আসছে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক
  ১০ জুন ২০২৩, ০০:০০
চার বছর আগে দেশের মাটিতে আফগানিস্তানের কাছে টেস্ট হার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লজ্জাজনক এক স্মৃতি হয়ে আছে -ফাইল ফটো

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে আজ শনিবার ঢাকায় আসছে আফগানিস্তান। চোটের কারণে সফরকারী দলটি তারকা ক্রিকেটার রশিদ খানকে ছাড়াই ঢাকায় পা রাখবে। এছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও। তবুও বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা থাকবে আফগানিস্তানের। দুই ভাগে ভাগ হয়ে তারা সিরিজ খেলতে আসবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শনিবার বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রথম বহরে আসবে আফগানিস্তান দল। এরপর বিকাল ৫টায় দলের দ্বিতীয় বহর এসে ঢাকা পৌঁছাবে।

ঢাকা পৌঁছে দলটি সরাসরি হোটেলে উঠবে। এর পরদিন রোববার ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে