বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ বেশকিছু ক্লাবকে জড়িয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সৌদি আরবের প্রো লিগেই যোগ দিলেন রবার্তো ফিরমিনো। আগামী তিন বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গত জুনের শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরায় ফিরমিনোর। ফলে ফ্রি এজেন্ট হয়েই আল আহলিতে গেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত সপ্তাহেই আরও একটি বড় নাম যোগ করেছে ক্লাবটি। চেলসি ছেড়ে সৌদির এই ক্লাবে যোগ দিয়েছেন সেনেগাল গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি। ফিরমিনোর চুক্তি করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে তাকে দলে টানার খবর নিশ্চিত করে আল আহলি। সেখানেই এই ৩১ বছর বয়সি ফরোয়ার্ড বলেন, 'সবসময় বড় দলেই খেলেছি আমি, এখন আমি আল আহলিতে।'