সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে জিকো-জামালদের পাশাপাশি প্রশংসা কুড়াচ্ছেন শেখ মোরসালিনও। তবে জাতীয় দলের সাফ ক্যাম্পে থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেননি এই ফুটবলার। আর তাই চলতি শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি হওয়ার সুযোগ ছিল না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় খেলোয়াড়দের পরীক্ষা ছাড়াই ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। এতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত হয় তরুণ ফুটবলার শেখ মোরসালিনের।
বুধবার থেকে ভর্তিচ্ছু খেলোয়াড়দের আবেদন গ্রহণ শুরু করেছে প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম দিনই আবেদন করেছেন বাংলাদেশের ফুটবলের উঠতি তারকা শেখ মোরসালিন। আবেদন করে আলস্নাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন ফরিদপুর থেকে উঠে আসা এই ফুটবলার, 'আলস্নাহর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সাফের প্রাথমিক দলেও আমি ছিলাম না। পরে সুযোগ পাই এবং দেশের হয়ে খেলি। দেশের হয়ে খেলার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে পরের বছর পরীক্ষা দেওয়া ছাড়া উপায় ছিল না। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ পাচ্ছি শুধু জাতীয় দলে খেলার জন্যই। জাতীয় দলে খেলা এবং বিশ্ববিদ্যালয়ে সুযোগ দুটিই আলস্নাহ আমাকে দিয়েছেন।'
দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন মোরসালিন। জাতীয় দলে পাঁচ ম্যাচে দুই গোল করেছেন। গোল ও ম্যাচ সংখ্যার চেয়ে মোরসালিনের খেলার গুণ সবাইকে মুগ্ধ করেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি দুটিতেই জিপিএ ফাইভ ফুটবলার শেখ মোরসালিনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এখন মোরসালিনের জন্য সময়ের ব্যাপারই মাত্র, 'মোরসালিন অত্যন্ত প্রতিভাবান এবং একাডেমিকভাবেও দারুণ। এ রকম যোগ্যতাবান ক্রীড়াবিদদেরই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করতে চাই, যারা বিশ্ববিদ্যালয়কেও আলোকিত এবং নিজেকেও আরও শাণিত করতে পারে'-বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান আলী।