শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

ক্রীড়া ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা
ভারতের মাটিতে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এভাবেই ক্যামেরাবন্দি হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা -ওয়েবসাইট

অনেক ঘটনা, অনেক নাটকীয়তার পর সাকিব আল হাসানের নেতৃত্বে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার ৪টার দিকে ঢাকা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে টাইগাররা। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে ভারত গেছেন সাকিব-মুশফিকরা। দলের খেলোয়াড়রা সবাই গেছেন একই ফ্লাইটে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সব সদস্যও দলের সঙ্গে গেছেন। একই ফ্লাইটে চড়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। তার আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবের দল। তামিম ইকবালের বাদ পড়া নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। পক্ষে-বিপক্ষে ভিন্ন ভিন্ন মন্তব্যে সয়লাব সামাজিক মাধ্যমগুলো। নির্বাচকরা জানিয়েছেন ইনজুরির কারণে তামিমকে নেওয়া হয়নি। কেউ কেউ এখানে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছেন। তবে 'আসল' ঘটনা কেউই জানাচ্ছেন না। ঘটনা যাই ঘটুক না কেন, সেই সব পেছনে ফেলে সামনে তাকাতে চান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, 'কথা হবেই। কেউ বাদ পড়বে, কেউ ঢুকবে। এটা আমাদের সময় হয়েছে। সবসময়ই ছিল। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা কালকে শেষ।'

\হগৌহাটিতে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল উড়াল দেবে হিমাচল প্রদেশে। সেখানে ধর্মশালা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে লাল সবুজের বিশ্বকাপ যাত্রা। একই মাঠে দ্বিতীয় ম্যাচে ১০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের কাছে ঘোষিত দলটিই সেরা, 'বাংলাদেশ যখন খেলে সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাসটা থাকুক। অনেকে বলবে অনেক ছোট ছেলে যাচ্ছে। কিন্তু এদের ভালো করার সামর্থ্য আছে বলেই নির্বাচকরা ওদের নিয়েছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে ১৫ জনকে নেওয়া হয়েছে, এরাই সেরা দল। এটাই মানতে হবে।'

ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে খালেদ মাহমুদ বলেছেন, 'আস্থা রাখতে হবে। দেশবাসীকে এটাই বলব। আমি মনে করি চমৎকার একটা ক্রিকেট টিম। আমাদের অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়রাই বলছিল, এখন না পারলে কখন। আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের সেরা সময়।'

বিশ্বকাপের আগে মাঠের বাইরের মতো মাঠের ভেতরেও দলের অবস্থা ছিল নাজুক। এশিয়া কাপে ব্যর্থতার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হয়। মিরপুরের মাঠে এক যুগের বেশি সময় পর এমন পরিস্থিতিতে পড়তে হয় বাংলাদেশকে।

তবে এই সিরিজের ফল নিয়ে এতটা চিন্তিত হতে চান না সুজন, 'নিউজিল্যান্ড সিরিজটা খারাপ ছিল আমরা জানি। আমাদের অনেকে খেলেনি। নিউজিল্যান্ডের অনেকে খেলেনি। তবে বিশ্বকাপ একটা আলাদা মঞ্চ। আমরা সময় পাচ্ছি বিশ্বকাপের আগে। দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছি, নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছি। একটা স্বপ্ন আছে। সেটা বাস্তবায়ন করা খুব গুরুত্বপূর্ণ। সেটার জন্য শুধু আমাদের খেলোয়াড়রা না, আমাদের সাপোর্ট স্টাফ সবাইকে এক সুতোয় থাকতে হবে। যেটা হয়েছে, সেটা ঠিক করার কিছু নেই। সামনের দিনটা দেখতে হবে। আশা করি, ভালো হবে।'

গৌহাটি পৌঁছে আজ বৃহস্পতিবার অনুশীলন করবে বাংলাদেশ দল। শুক্রবার বাসপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবের দল। আগামী সোমবার ইংল্যান্ডের বিপক্ষে একই ভেনু্যতে আছে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। মূল দলের ১৫ জন ক্রিকেটার বিশ্বকাপে গেলেও স্ট্যান্ডবাই ক্রিকেটারদের নেওয়া হয়নি। নিজ খরচে তাদের ভারতে রাখার কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে একজন পেসারসহ দুজন ব্যাটসম্যানকে প্রস্তুত থাকতে বলেছে ম্যানেজমেন্ট। তারা হলেন- পেসার খালেদ আহমেদ এবং দুই ব্যাটার নাঈম শেখ ও শামীম হোসেন।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডের ৬ ক্রিকেটার চার বছর আগে ২০১৯ বিশ্বকাপে খেলেছেন। সাকিব ও মুশফিকের সঙ্গে রয়েছেন লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউলস্নাহ রিয়াদ। সবচেয়ে বেশি চারটি করে বিশ্বকাপ খেলেছেন সাকিব ও মুশফিক। মাহমুদউলস্নাহ তিনটি বিশ্বকাপ খেলেছেন। দ্রম্নততম পেসার তাসকিন আহমেদ ২০১৫ বিশ্বকাপের পর আরেকটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এছাড়া প্রথমবার বিশ্বকাপ খেলার রোমাঞ্চে ডুবে আছেন তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউলস্নাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে