ম ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ উন্মাদনার জোয়ারে ভাসছে ক্রিকেট বিশ্ব। সেই উন্মাদনাকে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আসর শুরুর আগেই তারকা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজানোর বার্তা দিয়েছে সংস্থাটি। আর এই একাদশে উইকেট রক্ষক হিসেবে এগিয়ে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটারও।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ বছর বাংলাদেশসহ মোট ১০টি দেশ অংশ নিচ্ছে বৈশ্বিক এই আসরে।
গতকাল রোববার সামাজিক মাধ্যমে আইসিসির পক্ষ থেকে সেরা একাদশের জন্য পাঁচজন শীর্ষ উইকেট রক্ষকের নাম প্রকাশ করা হয়। যেখানে বাংলাদেশের উইকেট রক্ষক লিটন দাসের নাম রয়েছে। শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এছাড়া দ্বিতীয়তে রয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারেস্টো, তৃতীয়তে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, চতুর্থ স্থানে ইংল্যান্ডের জস বাটলার এবং সেরা পঞ্চমে রয়েছেন লিটন।
আইসিসির প্রকাশিত তালিকায় দেখা গেছে ডি কক, জনি বেয়ারেস্টো ও ডেভন কনওয়ের রেটিং পয়েন্ট ৯। আর জস বাটলার ও লিটন দাসের রেটিং পয়েন্ট ৮ দশমিক ৫।