ওয়ালটন পঞ্চম নারী কলেজ রাগবি প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আর রানার্সআপ হয়েছে গাজিরচট আকবর মডেল স্কুল অ্যান্ড কলেজ। গতকাল সোমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে আদমজী ১৯-১৭ পয়েন্টে হারায় গাজিরচটকে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পারভীন নাসিমা নাহার পুতুল, সম্পাদক নুর আফরোজসহ অন্যরা ছিলেন।