শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান সাইফউদ্দিন

ইনজুরি কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরতে চান মোহাম্মদ সাইফউদ্দিন। তবে আপাতত এই পেস অলরাউন্ডারের লক্ষ্য টি২০ বিশ্বকাপ। তাই শতভাগ ফিট না হয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না।

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ সাইফউদ্দিনের অনুপস্থিতি ১ বছরেরও বেশি। মাঝে চোট নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলে ইনজুরিকে আরও গুরুতর করেছেন এই ক্রিকেটার। এরপর বিসিবির তত্ত্বাবধানে কাতার থেকে উন্নতমানের চিকিৎসা শেষে ফিরেছেন মাঠের অনুশীলনে। এবার তার মূল লক্ষ্য জাতীয় দলের ফিরে ২০২৪ টি২০ বিশ্বকাপ খেলা।

মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, 'আশা করছি বিপিএল দিয়ে মাঠে ফিরতে পারব। সামনে টি২০ বিশ্বকাপ আছে। সব মিলিয়ে প্রস্তুতি নিচ্ছি।'

জাতীয় দলে সুযোগ পেলেই তারকা খ্যাতি আর ছিটকে গেলে সেই পুরনো বাস্তবতা। মুদ্রার দুই পিঠ দেখেছেন সাইফউদ্দিন। হুট করে সব পেয়ে যাওয়া এই ক্রিকেটার জানেন জাতীয় দলে ফেরার রাস্তাটা কত কঠিন। এদিকে ইনজুরির সময় একজন ফিজিওর গুরুত্ব বেশ ভালোভাবেই টের পেয়েছেন এই অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে