শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
স্বাধীনতা কাপের সেমিফাইনাল

কিংস অ্যারেনায় খেলতে আপত্তি আবাহনীর!

ক্রীড়া প্রতিবেদক
  ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কিংস অ্যারেনায় খেলতে আপত্তি আবাহনীর!
কিংস অ্যারেনায় খেলতে আপত্তি আবাহনীর!

স্বাধীনতা কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। ফিকশ্চার অনুযায়ী ১৫ ডিসেম্বর কিংস অ্যারেনায় এই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গত ৪ ডিসেম্বর সেমিফাইনাল ম্যাচের ভেনু্য পরিবর্তন চেয়ে ফেডারেশনে চিঠি দিয়েছে ঢাকা আবাহনী। 

সাবেক জাতীয় ফুটবলার ও ঢাকা আবাহনী ফুটবল দলের নতুন ম্যানেজার কাজী নজরুল ইসলাম সেমিফাইনালে ভেনু্য পরিবর্তনের কারণ সম্পর্কে বলেন, 'আমরা কোয়ার্টার ফাইনালে জয়ী হওয়ার পরই ফেডারেশনকে চিঠি দিয়েছি। আমরা চিঠিতে উলেস্নখ করেছি বসুন্ধরা কিংস সেমিফাইনালে উঠলে আমাদের প্রতিপক্ষের হোম ভেনু্যতে খেলা পড়ে। তাই কিংস সেমিফাইনালে উঠলে আমরা নিরপেক্ষ ভেনু্যতে খেলতে চেয়েছি।'

৩ ডিসেম্বর ঢাকা আবাহনীর কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল শেখ জামালের বিপক্ষে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে। ওই ম্যাচের ভেনু্য বদলে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছিল। উভয় দলই ঢাকার বাইরে খেলতে অনীহা প্রকাশ করায় লিগ কমিটি কিংস অ্যারেনায় ম্যাচের ভেনু্য পুনর্নির্ধারণ করে। কোয়ার্টার ফাইনালে ঢাকার বাইরে যেতে অনীহা প্রকাশ করা আবাহনী সেমিফাইনালে আবার ঢাকার বাইরে যেতে ইচ্ছুক। এই বৈপরীত্য নিয়ে আবাহনীর ম্যানেজারের ব্যাখ্যা, 'কোয়ার্টার ফাইনালের সঙ্গে সেমিফাইনালের বিষয়টি ভিন্ন। কোয়ার্টার ফাইনালে উভয় দলই পরিবর্তন চেয়েছে। আর সেমিতে প্রতিপক্ষ হোম ভেনু্যর সুবিধা পাচ্ছে বিধায় নিরপেক্ষ ভেনু্য চাওয়া।' 

চলমান স্বাধীনতা কাপ অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা কিংসের কিংস অ্যারেনা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ও মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল কোন ভেনু্যতে অনুষ্ঠিত হবে এটা লটারিতে নির্ধারিত হয়েছে। যখন লটারি হয় তখনও 'ডি' গ্রম্নপের চ্যাম্পিয়ন-রানার্স আপ নির্ধারিত হয়নি। বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর গ্রম্নপ পর্বের শেষ ম্যাচ ড্র'তে 'ডি' গ্রম্নপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কোয়ার্টার এবং সেমিফাইনাল নিজেদের কিংস অ্যারেনায় পড়েছে। আবাহনীর চিঠি ফেডারেশনের সাধারণ সম্পাদক বরাবর হলেও সিদ্ধান্ত আসবে লিগ কমিটি থেকেই। বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসানকে কাজী সালাউদ্দিন লিগ কমিটির চেয়ারম্যান করেছেন গত বৃহস্পতিবার। নতুন দায়িত্ব পেয়েই তার সামনে উভয় সংকট পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে লিগ কমিটির প্রথম সভাতেই কোয়ার্টারের ভেনু্য পরিবর্তন অদূরদর্শী সিদ্ধান্ত হিসেবে গণ্য হচ্ছে ফুটবলাঙ্গনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে