সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মহাবিপদে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
মহাবিপদে পাকিস্তান

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আমের জামালের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ১৪ রানের লিড রেখেই অস্ট্রেলিয়াকে ২৯৯ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তারা পড়েছে মহাবিপদে। ৬৮ রানেই ৭ উইকেট হারিয়ে শুক্রবার তৃতীয় দিন শেষ করেছে শান মাসুদের দল। পাকিস্তানের লিড এখন ৮২ রানের। আজ শনিবার চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন অপরাজিত দুই ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ান (৬ রানে) ও আমের জামাল (০ রানে)।

প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি পাকিস্তানের ওপেনার আবদুলস্নাহ শফিক। ৬ বল খেলে ০ রানে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তবে শেষ সেশনে পিচ যেন পেসারদের জন্য স্বর্গ হয়ে উঠেছিল। জশ হ্যাজেলউড সুযোগ কাজে লাগিয়ে এক ওভারে তিনটি ও পরে আরেকটি উইকেট নেন। মাত্র ৫ ওভারে ৪ ব্যাটার তার শিকার। তবে আগের ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও এই ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৩ রান করেছেন অভিষেক হওয়া ওপেনার সাইম আইয়ুব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে