শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কর ফাঁকির মামলা থেকে মৃত ম্যারাডোনার মুক্তি

ক্রীড়া ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
কর ফাঁকির মামলা থেকে মৃত ম্যারাডোনার মুক্তি

দীর্ঘ ৩০ বছর ইতালির রাজস্ব কর্তপক্ষের সঙ্গে কর ফাঁকির মামলার লড়াই চলছিল দিয়াগো ম্যারাডোনার। আর্জেন্টাইন কিংবদন্তি পরপারে পাড়ি জমানোর তিন বছর পর সেই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে ইতালির সর্বোচ্চ আদালত। নাপোলির সাবেক এই ফুটবলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল ইতালির রাজস্ব কর্তৃপক্ষ। শুক্রবার ৩০ বছর স্থায়ী লড়াই নিষ্পত্তির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এক সময় নাপোলিতে খেলা এই কিংবদন্তির বিরুদ্ধে অভিযোগ ছিল লিখটেইনস্টেইনে প্রক্সি কোম্পানি ব্যবহারের মাধ্যমে ১৯৮৫-১৯৯০ সাল পর্যন্ত নাপোলি ক্লাব থেকে পাওয়া ব্যক্তিগত ইমেজ স্বত্বের কর ফাঁকি দিয়েছিলেন তিনি! শেষ পর্যন্ত অবশ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, 'অবশেষে এর সমাপ্তি হলো। এখন আমি নির্ভয়ে বলতে পারি, ম্যারাডোনা কখনো কর ফাঁকি দেননি।'

২০১৮ সালে দেওয়া একটি রায় পাল্টে দিয়েছে রোমার আদালত। বুধবার প্রকাশিত আদালতের নথি দেখে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ২০২০ সালের নভেম্বর কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান সব সময়ের সেরা ফুটবলারদের একজন ম্যারাডোনা। নাপোলি ও আর্জেন্টাইনদের কাছে তিনি 'ফুটবল ঈশ্বর।' তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় ১৯৯০ সালের শুরুর দিকে। পরে আনা হয় তিন কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ। ইতালি বিভিন্ন সফরের সময় তার কিছু জিনিস বাজেয়াপ্তও করা হয়।

জাগতিক কিছুই এখন আর ফুটবল জাদুকরকে স্পর্শ করবে না। তবে পিসানি মনে করেন, ৩০ বছর যে ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা, এই রায়ে তার সমাপ্তি ঘটল। তিনি বলেন,' তার উত্তরসূরিদের এখন ক্ষতি পূরণের আইনি অধিকার আছে। আশা করি, বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তারা সেটা ব্যবহার করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে