মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

হারল রিয়াল, কোয়ার্টারে অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিপিএলে শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে গোল করার পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের উচ্ছ্বাস। শেষ পর্যন্ত কিংসরা সহজ জয়ই তুলে নিয়েছে -বাফুফে

গত সপ্তাহেই মাদ্রিদ ডার্বিতে যেমন উত্তেজনা-উত্তাপ ছড়িয়েছিল, সেটির পুনরাবৃত্তি হলো যেন আবার। দু'বার পিছিয়ে পড়ে দু'বারই সমতা টেনে ফের ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নিল রিয়াল মাদ্রিদ। তবে এবার আর সেখানে পারল না তারা। কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থামিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় বৃহস্পতিবার স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোয় ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-২ ব্যবধানে জিতেছে দিয়েগো সিমেওনের দল।

সামুয়েল দিয়াস লিনোর গোলে অ্যাটলেটিকো এগিয়ে যাওয়ার পর তাদের গোলরক্ষক ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল। আলভারো মোরাতা স্বাগতিকদের ফের লিড এনে দেওয়ার পর সমতা টানেন হোসেলু। অতিরিক্ত সময়ে অঁতোয়ান গ্রিজমান চমৎকার গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রদ্রিগো রিকেলমে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচই শুধু হেরেছিল রিয়াল, গত সেপ্টেম্বরে লা লিগায় অ্যাটলেটিকোর মাঠে। সেই মেত্রোপলিতানোয় ফিরে আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল। ছেদ পড়ল তাদের ২১ ম্যাচের অপরাজেয় যাত্রায়। কোপা দেল রের শিরোপাধারীদের পথচলা থেমে গেল শেষ ষোলোতেই।

গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপে অতিরিক্ত সময়ে গড়ানো সেমি-ফাইনালে অ্যাটলেটিকোকে ৫-৩ গোলে হারিয়েছিল রিয়াল। পরে ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে তারা পায় ট্রফির স্বাদ। এরপর প্রথমবার মাঠে নেমেই এই হার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে