রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চার বছরে প্রথমবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০
গোলের পর উচ্ছ্বসিত বার্সেলোনার খেলোয়াড়রা -ওয়েবসাইট

শুরুতে তিন মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে গেল বার্সেলোনা। প্রথমার্ধেই ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলল নাপোলি। বিরতির পর কাতালান দলটির আক্রমণের ঝড়ের সামনে একের পর এক দারুণ সব সেভ করলেন নাপোলি গোলরক্ষক। শেষদিকে সব অনিশ্চয়তার ইতি টেনে দিলেন রবার্তো লেভানদোভস্কি। ঘরের মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল জাভি হার্নান্দেজের দল।

অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখল স্প্যানিশ চ্যাম্পিয়নররা। ফেরমিন লোপেস ও জোয়াও কানসেলোর গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান আমির রাহমানি। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন লেভানদোভস্কি। প্রথম লেগে দলের একমাত্র গোলটি করেছিলেন এই পোলিশ তারকা।

২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। পুরো ম্যাচে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। নাপোলির ১৪ শটের চারটি লক্ষ্যে ছিল। চতুর্থ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় নাপোলি। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চাপে গোলরক্ষক বরাবর শট করেন প্রথম লেগে গোল করা ভিক্টর ওসিমেন।

ম্যাচের ১৩ মিনিটে সুযোগ পায় বার্সেলোনা। নিজেদের অর্ধ থেকে ডিফেন্ডার পাউ কুবারসির উঁচু করে বাড়ানো বল ধরে এগিয়ে যান লোপেস। তবে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধায় ঠিকমতো শট নিতে পারেননি তিনি, বল উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ১৫ মিনিটে লোপেসই এগিয়ে নেন দলকে। বক্সের ভেতর বাঁ দিক থেকে রাফিনিয়ার কাটব্যাকে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২০ বছর বয়সি স্প্যানিশ মিডফিল্ডার।

আর সেই রেশ থাকতেই সপ্তদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। সতীর্থের পাস ধরে বক্সের ভেতর একজনকে কাটিয়ে রাফিনিয়ার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল ফাঁকা জালে পাঠাতে ভুল করেননি পর্তুগিজ ডিফেন্ডার কানসেলো। ৩০তম মিনিটে ব্যবধান কমায় নাপোলি। বাঁ দিক থেকে মাত্তেও পলিতানোর কাটব্যাকে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে গোলটি করেন রাহমানি। চার মিনিট পর দুর্দান্ত সেভে দলকে এগিয়ে রাখেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। নাপোলি অধিনায়ক জিওভানি দি লরেন্সোর জোরাল হেডে শূন্য লাফিয়ে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান জার্মান গোলরক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে