মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনের কাছে হেরের্ যাংকিংয়ে পেছাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০

সম্প্র্রতি বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে ফিলিস্তিনের কাছে হেরেছে বাংলাদেশ। তার প্রভাব পড়েছে ফিফার্ যাংকিংয়ে। বৃহস্পতিবার প্রকাশিত নতুনর্ যাংকিংয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার দল পিছিয়ে পড়েছে। টানা চার মাস ১৮৩ নম্বর স্থান ধরে রাখা বাংলাদেশ একধাপ পেছাল। 

কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে হারে ১-০-তে। দুই পরাজয়ে ১১.৭ পয়েন্ট হারিয়েছে তারা। ৯০৫.৩ পয়েন্ট নিয়ে ১৮৪তম স্থানে জামাল ভূঁইয়ার দল। সবচেয়ে বড় লাফ দিয়েছে ইন্দোনেশিয়া। আট ধাপ এগিয়ে ১৩৪ নম্বরে দেশটি। এদিকে আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পরে আছে ফ্রান্স। শীর্ষ পাঁচে থাকা ইংল্যান্ড ও বেলজিয়াম জায়গা অদলবদল করেছে। বেলজিয়াম একধাপ উঠে তিনে, পরের স্থানে নেমেছে ইংল্যান্ড। আগের মতোই পাঁচে ব্রাজিল। পর্তুগাল নেদারল্যান্ডসকে একধাপ নামিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে। সেরা দশের বাকি তিন স্থানে যথাক্রমে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে