মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ নিয়ে মাতামাতি করতে বারণ করলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি২০ সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুসিংহের -ফাইল ফটো

আগামী ১ জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি২০ বিশ্বকাপ। সেই হিসেবে টুর্নামেন্টের বাকি দেড় মাসেরও কম সময়। বৈশ্বিক টুর্নামেন্টকে ঘিরে এরই মধ্যে নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে দলগুলো। বাংলাদেশও সেই কক্ষপথেই রয়েছে। আসন্ন বিশ্বকাপকে ঘিরে বড় প্রত্যাশা রাখছে বিসিবি ও সমর্থকরা। তবে বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মাতামাতি না করার অনুরোধ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'প্রতি বছর দেখি, বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা থাকে এটা করব, সেটা করব। এসব নিয়ে অনেক কথাবার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। এই প্রত্যাশা সবার মনের মধ্যে থাক।'

তিনি আরও বলেন, 'প্রত্যাশা মনের ভেতরেই থাক। আপনারা জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, তখন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। দরকার নাই। ফলাফল যখন হবে তখন বোঝা যাবে।'

২০২২ সালে সবশেষ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্য এসেছে। এর আগে সাত আসরে মূলপর্বে সর্বোচ্চ জয় ছিল একটি, গতবার সুপার টুয়েলভে চার ম্যাচে দুটিতেই জয় পেয়েছে লাল-সবুজের দল। ভারতের বিপক্ষে দারুণ শুরুর পর বৃষ্টি আইনে হারে ৫ রানে।

সব মিলিয়ে সেবার খুব একটা প্রত্যাশা না থাকলেও সবচেয়ে বেশি জয় এসেছে। এবারও প্রত্যাশা না করে নিজেদের সেরা খেলাটা মাঠে প্রয়োগ করতে চায় শান্তর দল। সতীর্থদের প্রতি তার রয়েছে অগাধ বিশ্বাসও। কিন্তু আগে থেকে কোনোভাবে বড় কিছু করতে হবে এমন ভাবনা মাথায় গাঁথতে চান বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ দলের জার্সিতে যারা খেলে তারা সামর্থ্যের বেশি দেয় বলে দাবি নাজমুলের, 'যে দলটা খেলে তারা ১২০ ভাগ দেবে প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা দিতে পারি। প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলবে। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি। আমরা জেতার জন্য খেলব।'

আন্তর্জাতিক টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। অবসর নিলেও এই ফরম্যাটে দারুণ ফর্মে রয়েছেন তারা দুজন। এই মুহূর্তে দলের প্রয়োজনে অবসর ভেঙে বিশ্বকাপ দলে তামিম ও মুশফিককে ফেরানো হবে কী না, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গত বছরে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। এরপর নানা ঘটনাপ্রবাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। তবে গত ১০ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ছাড়া জাতীয় দলে আর দেখা যায়নি তাকে।

ঠিক কবে, কোন ফরম্যাট দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম, সেটা এখন বড় প্রশ্ন। তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে সম্প্রতি তার সঙ্গে কথাও বলেছেন নাজমুল হোসেন শান্ত।

তামিম ও মুশফিকের বিষয়ে শান্ত বলেন, 'এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি২০ অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশিদিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। আর বেশ কয়েকদিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইসু্য আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।'

আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে উড়ন্ত ফর্মে রয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে শান্ত বলেন, 'আমি যেটা বলতে চাই, যখন মুস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে। ওটা তো বাইরে একটা লিগ খেলছে। অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে। তার কমিটমেন্ট ওখানে সে করে (দেখায়)। ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে, প্রত্যেকটা বল যখন ও করে, তখন চিন্তা করে যে দেশের বা দলের কীভাবে উপকার হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে