বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেল ডি মারিয়ার বাংলাদেশ সফর

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
পিছিয়ে গেল ডি মারিয়ার বাংলাদেশ সফর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ছিল। সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে, মাস দুয়েক পর জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথম সপ্তাহে আসতে পারেন তিনি। গতকাল বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রম্ন দত্ত এমন তথ্য জানান।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রম্ন দত্ত। তিনিই মূলত এ বছর ডি মারিয়া এবং আগামী বছর মেসিকে বাংলাদেশে আনার বিষয়টি উত্থাপন করেছেন। পরবর্তীতে ক্রীড়ামন্ত্রী মেসি প্রসঙ্গে বলেন, 'তারা বলেছে মেসিকেও আনতে পারে।'

ডি মারিয়ার সফর পেছানোর কারণ নিয়ে শতদ্রম্ন বলেন, 'বাংলাদেশের পাশাপাশি ভারতেও আসার কথা ছিল। ভারতে ওই সময় নির্বাচন, তাই বাংলাদেশের সফরটিও পিছিয়েছে।'

নতুন সময় জুলাইয়ের শেষ সপ্তাহে প্যারিস অলিম্পিক শুরু হবে। তবে সেই সময় সফর আদৌ সম্ভব কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ওই সময়টি তিনিই দিয়েছেন। আমি যতটুকু জানি সে কোপা খেলবে, এরপর অবসর নেওয়ার কথা।'

আগস্ট মাস বাংলাদেশের শোকের। তাই যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান জুলাইয়ের শেষ সপ্তাহে আনার অনুরোধ করেছেন। শতদ্রম্ন সেই চেষ্টা করবেন বলেও জানিয়েছেন, 'আগস্ট বাংলাদেশের শোকের মাস। মন্ত্রী বিষয়টি জানিয়েছেন। জুলাইয়ের শেষ সপ্তাহে আনতে সমস্যা হবে না মনে করি।'

ভারতীয় এই ক্রীড়া উদ্যোক্তা গত বছর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোকে এনেছিলেন। দুটি সফরই ছিল অব্যবস্থাপনায় ভরপুর ও নানা প্রশ্নবিদ্ধ। এবার সেই রকম না হওয়ার অঙ্গীকারও শোনা গেল শতদ্রম্ন দত্তের কণ্ঠে, 'এবার ফুটবলার ও মিডিয়া সবার জন্য আলাদা ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান থাকবে দর্শকদের জন্যও।'

এর আগে ২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (পোর্তো) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেননি। পরবর্তীতে চলতি বছর বাংলাদেশ ও ভারত সফরের সূচি নির্ধারিত হয় তার। গত বছরের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে রোনালদিনহোর সফর ছিল সমালোচনায় ভরপুর। সেখান থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ডি মারিয়ার জন্য কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় অনুষ্ঠান আয়োজন হতে পারে!

বাংলাদেশে মেসিসহ পুরো আর্জেন্টিনা দল এসেছিল ২০১১ সালে। নাইজেরিয়ার বিপক্ষে তারা ফিফা প্রীতিম্যাচ খেলেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। গত বছর বাফুফে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় পরে সেই আলোচনা বাতিল হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে