মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

'আরও একটি জয়, এরপরই ফাইনাল'

ক্রীড়া ডেস্ক
  ০৯ জুলাই ২০২৪, ০০:০০
'আরও একটি জয়, এরপরই ফাইনাল'
এমি মার্টিনেজ

চলমান কোপায় অপরাজিত থেকে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচে জয় পেলেই শিরোপার মঞ্চে পা রাখবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা ও কানাডার সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে। এবার কোপা আমেরিকায় গ্রম্নপপর্বেও মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কানাডা। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছিল কানাডাকে।

কানাডার বিপক্ষে সাফল্য পেতে পুরোদমে অনুশীলনে ব্যস্ত আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনা ফুটবল দলের অনুশীলনের ভিডিও রেকর্ড চলছে। তখন ভিডিও রেকর্ডের সময় এমি মার্টিনেজ ক্যামেরার সামনে এসে দলের সতীর্থ এবং আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে বার্তা দেন। মার্টিনেজ বলেন, 'আরো একবার (জয়) এরপরই ফাইনাল।' এখানে মার্টিনেজ বুঝাতে চেয়েছেন, আর

1

একটি জয় পেলেই দল ফাইনালে উঠবে।

চলমান কোপা আমেরিকা শেষেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। তাই বিদায়ের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই যেন আবেগি হয়ে পড়ছেন তিনি। সেমিফাইনালের আগে অবশ্য ডি মারিয়াকে নিয়ে সুখবর পেয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পুরোপুরি ফিট না থাকায় মাঠে নামা হয়নি তার। তাই সেমিফাইনালের আগে তাকে নিয়ে শঙ্কা জেগেছিল। তবে পুরোপুরি ফিট হয়ে সেমিফাইনালে মাঠে নামবে বামপ্রান্তে ঝড়তোলা ডি মারিয়া।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে লিওনেল স্কালোনি খেলাতে পারে বলে জানিয়েছে তারা।

চলমান কোপায় আর্জেন্টিনার কার্যত আর দুটি ম্যাচ বাকি। সেমিফাইনাল, ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী। সে হিসেবে আলবিসেলেস্তেদের জার্সিতে আর দুটি ম্যাচ খেলতে পারবেন ডি মারিয়া।

কানাডার বিপক্ষে সেমিফাইনালের আগে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। সময় যে ফুরিয়ে আসছে, সেটাও স্মরণ করলেন। লিখেছেন প্রতিটি মিনিট উপভোগ করার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে