উইম্বলডনের শিরোপা ধরে রাখতে আরও একধাপ অগ্রসর হলেন কার্লোস আলকারেজ। যদিও শেষ ষোলোর লড়াইটা সহজ ছিল না। ঘাম ঝরিয়েই তাকে শেষ আটের টিকিট পেতে হয়েছে। আলকারেজ প্রতিরোধের মুখে পড়েন তৃতীয় সেটে। সেই প্রতিরোধ ভেঙে তিনি ৬-৩, ৬-৪, ১-৬, ৭-৫ গেমে জিতে মাঠ ছেড়েছেন। তার প্রতিপক্ষ ছিলেন উগো হুম্বার্ট। গত মাসে ফ্রেঞ্চ ওপেন জেতা আলকারেজের গ্র্যান্ড স্স্নামে এটা টানা ১১তম জয়। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ ১২তম বাছাই টমি পল।
তিনি নিজে যেমন ফরাসি প্রতিপক্ষকে হারিয়েছেন, তেমনি তার আশা, ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে উঠবে তার দেশ, 'আজকে আমি যে ফলাফল পেলাম, আশা করি তারাও (স্পেন ফুটবল দল) এমন কিছু করবে। টেনিসে আমার কাজটুকু আমি করলাম। আশা ফুটবলেও স্প্যানিশ দল তাদের কাজটা করতে পারবে।'
নিজের দেশ বলে স্পেনের প্রতি তার সমর্থন তো হৃদয় থেকেউ উৎসরিত। তিনটি গ্র্যান্ড স্স্ন্যামজয়ী তারকা জানালেন, ফুটবল দলের অধিনায়কসহ কয়েকজনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও আছে।
'প্রথমত, আমি স্পেনকে সমর্থন করছি, তারা এটা তো স্পেন! দলের কয়েকজনের সঙ্গে আমার দারুণ সম্পর্কও আছে, বিশেষ করে আলভারো মোরাতার সঙ্গে। সে আমার খুব ভালো বন্ধু। এখন সময়টা তাদের পাশে থাকার, সমর্থন করার। আমি জানি, আমি যখন কোনো ম্যাচ বা টুর্নামেন্টে খেলি, তখন তারা আমাকে সমর্থন করেন। এবার আমার পালা।' জার্মানির বিপক্ষে স্পেনের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের প্রথম ভাগ দেখতে পারেননি আলকারেজ।
\হতিনি নিজেও যে তখন ব্যস্ত
\হছিলেন জয়ের লড়াইয়ে!