মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলা নিয়ে টালবাহানা ভারতের!

ক্রীড়া ডেস্ক
  ১২ জুলাই ২০২৪, ০০:০০
চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলা নিয়ে টালবাহানা ভারতের!
চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলা নিয়ে টালবাহানা ভারতের!

পাকিস্তানের মাটিতে ভারত এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত 'হাইব্রিড মডেল' নামের অভিনব পদ্ধতিতে আয়োজন করা হয় সেই টুর্নামেন্ট। আগামী বছর ফেব্রম্নয়ারিতে পাকিস্তানের মাটিতেই হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ফের পাকিস্তানে টুর্নামেন্ট খেলা নিয়ে টালবাহানা শুরু করেছে ভারত।

আগামী বছর ফেব্রম্নয়ারিতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে আপত্তি জানিয়েছে ভারত। ফলে টুর্নামেন্টটির ভেনু্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শ্রীলংকা অথবা সংযুক্ত আরব আমিরাতে সরে যেতে পারে। বৃহস্পতিবার এমন খবরই দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

1

বার্তা সংস্থাটি জানিয়েছে, ভারত আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শ্রীলংকা অথবা দুবাইয়ে সরিয়ে নিতে অনুরোধ জানাবে। বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে বলেন, '২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে ভ্রমণ করবে না। আইসিসির কাছে তারা আবেদন জানাবে, যেন তাদের ম্যাচ দুবাই বা শ্রীলংকায় আয়োজন করে।'

এমন সময়ে এই খবর প্রকাশিত হলো যখন পাকিস্তান বিশ্বকাপের সূচি এরই মধ্যে আইসিসির কাছে জমা দিয়েছে। ভারতের ভ্রমণজনিত ঝামেলা লাঘব করতে একটিমাত্র ভেনু্যতেই তাদের ম্যাচ রাখা হয়েছিল সেই সূচিতে। লাহোরকে ভারতের সবকয়টি ম্যাচের ভেনু্য হিসেবে রেখেছে আয়োজক পাকিস্তান। কিন্তু এরপরও ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে ভ্রমণ করতে আগ্রহী নয়।

আইসিসি আগেই পাকিস্তানকে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব দিয়েছিল। আগামী বছর ফেব্রম্নয়ারিতে টুর্নামেন্ট শুরু হয়ে মার্চ পর্যন্ত চলার কথা। ২০০৮ সালের এশিয়া কাপের পর ভারত আর পাকিস্তানের মাটিতে কখনোই খেলতে যায়নি। রাজনৈতিক বৈরিতার কারণে দেশ দুটি নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও খেলে না। শুধুমাত্র এসিসি বা আইসিসির আয়োজিত টুর্নামেন্টগুলোতেই ভারত-পাকিস্তান ম্যাচের দেখা মেলে। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের জানুয়ারিতে হওয়া সিরিজটাই দুই দলের মধ্যকার সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়ে আছে।

যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শেষ পর্যন্ত শ্রীলংকা বা দুবাইয়ের মাঠে গড়ায় তবে সেটি হবে সবশেষ দুই বছরে দ্বিতীয় বহুজাতিক টুর্নামেন্ট যা ভারতের আপত্তির মুখে পাকিস্তান থেকে সরিয়ে নিতে হয়েছে। ২০২৩ সালে এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করা হয়, যেখানে টুর্নামেন্টের ফাইনালসহ ভারতের ম্যাচগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত হয়েছিল।

এর আগে গত মে মাসে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছিলেন, ভারতের কেন্দ্রীয় সরকার আপত্তি না জানালেই শুধু ভারতীয় দল পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যাবে।

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছিল। সেই আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে