বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আমি অধিনায়কত্ব সবসময় উপভোগ করি :শান্ত

ক্রীড়া প্রতিবেদক
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
আমি অধিনায়কত্ব সবসময় উপভোগ করি :শান্ত
নাজমুল হোসেন শান্ত

এ বছরের শুরুতেই তাকে দেওয়া হয়েছিল তিন ফরম্যাটের অধিনায়কত্ব। এরপর বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। কখনো বড় দলকে হারিয়ে দিয়েছেন, কখনো আবার তার দল হেরে

গেছে বেশ বাজেভাবে।

1

২০২৪ সালের পুরোটাই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শান্তরই। কিন্তু তিনি মাঝপথেই জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্ব চালিয়ে যেতে চান না। এ ব্যাপারে অবশ্য এখনও বিসিবি বা শান্ত কেউই অবস্থান পরিষ্কার করেননি। এ ব্যাপারে চট্টগ্রাম টেস্ট শেষে শান্ত বলেছেন, 'অধিনায়কত্বের ব্যাপারে সভাপতি (ফারুক) কথা বলেছেন আপনাদের সঙ্গে। এ ব্যাপারে এখানে আমি আর কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা (খবর) পাবেন।'

বিসিবি সভাপতির সঙ্গে তার কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এখন পর্যন্ত হয়নি। আমার এখনো সভাপতির সঙ্গে কথা হয়নি। কথা হলে আমি বা সভাপতি ক্লিয়ার একটা মেসেজ দিতে পারব।'

এমনিতে ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না শান্তর। এ বছর নিউজিল্যান্ড সিরিজের পর কেবল একবারই হাফ সেঞ্চুরি পার করতে পেরেছেন। পারফরম্যান্স খারাপ হওয়াতেই কি দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন শান্ত? তিনি বলছেন ভিন্ন কথা। বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, 'একই (অধিনায়কত্ব ব্যাটিংয়ে চাপ হয় না)। আমার কাছে একবারও মনে হয়নি। আজকেও যখন ব্যাট করেছি, আমার মনে হয়নি আমি অধিনায়ক। অধিনায়ক তাই সবকিছু আমার একা করতে হবে এরকম কিছু না। আমি

শুধু বল দেখি আর ব্যাট করি। ব্যাটিং করতে তো সবারই ভালো লাগে।

চিন্তা থাকে কীভাবে বড় রান করতে পারি।'

'আমি এই বিষয়টা সবসময় বলে আসি, আগে থেকেই, বয়সভিত্তিক ক্রিকেট যখন খেলছি তখনও বলছি এই জায়গাটা আমি খুবই উপভোগ করি। শেষ কয়েকটা সিরিজ যে করেছি, মাঠের মধ্যে অনেক উপভোগ করেছি।'

কান্ত ব্যাট করতে নামেন তিন অথবা চার নম্বরে। যেকোনো দলে ব্যাটিংয়ের

এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টপ অর্ডার

ব্যাটারদের ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে বাংলাদেশকে। এ জায়গায়

অবশ্য নিজের ওপরই দায় নিচ্ছেন শান্ত।

তিনি বলেন, 'হঁ্যা, অবশ্যই। আমার কাছে মনে হয় আমি ব্যাটার হিসেবে যেহেতু উপরের দিকে ব্যাটিং করি, খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ব্যাটার হিসেবে রান করা। যেটা আমার মনে হয় যে, হচ্ছে না। সবথেকে খারাপ জিনিস হচ্ছে, আমার লাস্ট বেশ কয়েকটা ইনিংস দেখেন, ২০ থেকে ৪০ এর মধ্যে আমি আউট হচ্ছি- সেট হওয়ার পর আমি আউট হচ্ছি। যেটা একটা দলের জন্য বেশ ক্ষতিকারক। এ জায়গাটাতে আমার আরেকটু মনোযোগ দিয়ে ব্যাটিং করা উচিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে