সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মাঠের পারফরম্যান্স খুবই বাজে। ভারতের পর ঘরের মাঠে টানা তিন সিরিজে গো-হারা হেরেছে লাল-সবুজের দল। এবার বাংলাদেশের সামনে আফগানিস্তান পরীক্ষা। নিজেদের সবচেয়ে প্রিয় সংস্করণ ওয়ানডেতে আফগানদের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ শুরুর আগে আলোচনার সঙ্গে উঠে এসেছে প্রশ্নও- সদ্য টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আফগানদের বিপক্ষে পারবে তো বাংলাদেশ? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে আফগানরা এগিয়ে আছে, তবে এসব নিয়ে ভাবছে না বাংলাদেশ। তাদের নজর নিজেদের দিকে।
উইকেটকিপার ব্যাটার জাকির হাসান বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো। এটা ঠিক ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা তা নিয়ে ভাবা ভালো। আমরা যেভাবে ভালো খেলতে পারব
\হওই শক্তি নিয়েই কাজ করবো।'
দুবাই রওয়ানা দেয়ার আগে রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাকির এ সময় দলের বর্তমান অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়েন। বিশেষ করে এই সিরিজে ডাক না পাওয়ায় ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তাইজুল ইসলাম-
এনামুল হক বিজয়রা।
স্কোয়াডে এনামুলের সুযোগ মিললে জাকিরের ডাক পড়ত না। বিষয়টি নিয়ে জানতে চাইলে জাকির জানিয়েছেন, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, 'এটা নিয়ে প্রভাব পড়ার কিছু নেই। এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় কে দলে থাকবে বা থাকবে না এটা বোর্ডের ব্যাপার। যে যার কাজটা নিয়ে ফোকাসে থাকলেই হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এটা আমাদের কিছু না। নির্বাচকরা আছেন, তাদের কাজ।'
প্রথম দফায় গত শনিবার ৯ ক্রিকেটার দুবাইর বিমান ধরেন। রোববার জাকিরের সঙ্গী হন মুশফিকুর রহিম-জাকের আলী অনিকরা। শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৬, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের এই সিরিজটি হবে।
সিরিজটি চ্যালেঞ্জিং হবে জানিয়ে জাকির বলেন, 'চ্যালেঞ্জ অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি শারজাহর উইকেট খুব ভালো হয়। আশা করি, খুব ভালো একটা ম্যাচ হবে।'
বাংলাদেশ দলের জন্য সবসময়ই চিন্তার জায়গা ব্যাটিং। এর মধ্যেও যেন বাড়তি চিন্তা ওপেনারদের।
দীর্ঘদিন ধরেই তারা ভালো শুরু এনে দিতে পারছেন না দলকে। এ নিয়ে ভুগতেও হচ্ছে। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ভালো করতে পারেননি টপ অর্ডার ব্যাটাররা। ঢাকা টেস্টে না থাকলেও চট্টগ্রামে একাদশে ছিলেন জাকির হাসান। যদিও দুই ইনিংসে ২ ও ৭ রান করে আউট হন। এখন অবশ্য তার সামনে ভিন্ন মিশন। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন জাকির। তবে ওপেনারদের ব্যর্থতা প্রসঙ্গে প্রশ্নে তাকে ফিরতে হয়েছে টেস্টেই।
তিনি বলেন, 'এটা খুবই সত্য যে আমরা ভালো শুরু এনে দিতে পারছি না। টেস্টেও যেমন আমরা ভালো শুরু দিতে পারিনি কয়েকটা ম্যাচে। যার কারণে আমরা একটু ভুগেছি। একই সঙ্গে, ওটা নিয়ে পড়ে থাকলে হবে না যেহেতু খুব তাড়াতাড়ি সিরিজগুলো আসছে।'
'পরের সিরিজে খুঁজে বের করার চেষ্টা করছি সবাই সবার জায়গা থেকে যে, কীভাবে উন্নতি করা যায়। ওগুলো ওভারকাম করা যায়। প্রত্যেকটা সিরিজে ভালো একটা জুটি গড়া, ওপেনিং বা টপ অর্ডার থেকে ভালো একটা অবস্থায় নেওয়া দলকে; যেন মিডল অর্ডারদের জন্য আরও সহজ হয়।'
টেস্টে শুরুটা বেশ ভালো হয়েছিল জাকিরের। কিন্তু পরে সেভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আসা এই ব্যাটারের কাছে আন্তর্জাতিক মঞ্চেও প্রত্যাশা ছিল বেশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের মাঝখানেও একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন জাকির।
তবে এ প্রসঙ্গে তিনি বলেন, 'প্রথম শ্রেণির ক্রিকেট তো অবশ্যই একটা ভিত আমাদের। যেটা খেলেই আসতে হবে। আমার হয়তো একটু সময় ছিল, এ কারণে আসতে পেরেছি। যদি আপনি ওভাবে মেজারমেন্ট করেন যে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসলেই যে ভালো হবে, তা না।'
'আমি শুরু ভালো করেছি। একটা সময় হয়তো মানুষের এদিক-সেদিক যায়। একই সঙ্গে, আমার ওটা নিয়ে পড়ে থাকলেও হবে না। ওই জিনিস ওভারকাম করে কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক হওয়া যায় ওদিকে মনোযোগ দিতে হবে।'
নতুন কোচ ফিল সিমন্সের ব্যাপারে তার ভাষ্য, 'উনি সিরিজে ?খুব কম সময় নিয়ে এসেছেন। উনি একটু পর্যবেক্ষণও করছেন কোন খেলোয়াড় কীভাবে এপ্রোচ করে। কিছু ছোট ছোট তথ্য ম্যাচের মাঝখানে দিয়ে দিয়েছেন। আশা করি আরও বিস্তারিত তথ্য পাব।