দুই যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে টিম ইন্ডিয়া। শীর্ষস্থানে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট। অজিদের শতকরা পয়েন্ট ৬২.৫০ শতাংশ। দুইয়ে নেমে যাওয়া ভারতের শতকরা পয়েন্ট ৫৮.৩৩ শতাংশ। ১৪ খেলায় ৮ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।
৯ ম্যাচে ৫ জয়ে ৬০ পয়েন্টসহ শতকরা ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলংকা আগের তিন নম্বরে রয়েছে। এক ধাপ উপরে উঠে সেরা চারে উঠে ফাইনালে খেলার জোরালো দাবিদারদের মধ্যে ঢুকে পড়েছে নিউজিল্যান্ড। দলটি ১১ ম্যাচে ৬ জয়ে ৭২ পয়েন্ট পেয়েছে। বস্ন্যাক ক্যাপসদের শতকরা পয়েন্ট ৫৪.৫৫ শতাংশ।
কিউইদের দারুণ সাফল্যে এক ধাপ নিচে নেমেছে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম স্থানে থাকা প্রোটিয়ারা ৮ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্টসহ শতকরা ৫৪.১৭ শতাংশ পয়েন্টে রয়েছে।
ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ড ১৯ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ইংলিশরা ৯৩ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪০.৭৯। পাকিস্তান রয়েছে সাত নম্বরে। ১০ খেলায় ৪ জয় ও ৬ পরাজয়ে তাদের পয়েন্ট ৪০। দলটির শতকরা পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশ রয়েছে আট নম্বরে। নাজমুল হোসেন শান্তর দল ১০ খেলায় ৩ জয়ে পেয়েছে ৩৩ পয়েন্ট। নাজমুল হোসেন শান্তর দলের শতকরা পয়েন্ট ২৭.৫০ শতাংশ। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়দের পকেটে শতকরা ১৮.৫২ পয়েন্ট।