শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন শান্ত

ক্রীড়া ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন শান্ত
নাজমুল হোসেন শান্ত

কুঁচকির চোটে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার জানা গেল আরও খারাপ খবর। চলতি মাসে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজও খেলা হচ্ছে না তার। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

'এখন ভালো অনুভব করছি, তবে কিছুটা (সমস্যা) রয়ে গেছে' গত ম্যাচের পর এমনটাই বলেছিলেন টাইগার দলপতি। সেই 'কিছুটা' শেষ পর্যন্ত বড় হয়েই দেখা দিল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে তো বটেই, ক্যারিবীয় সফরে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না নাজমুলহোসেন শান্ত।

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন শান্ত। তবে সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লেগে মাঠ ছেড়ে যান তিনি। সেই চোটই তাকে মাঠের বাইরে রাখছে আরও অনেকটা সময়। এই সিরিজের প্রথম ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন মুশফিকুর রহিমও। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে থাকবেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যানও। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটির আগে আফগানদের বিপক্ষে ছোট্ট এই ওয়ানডে সিরিজটিতে তাই বড় খেসারতই দিতে হচ্ছে বাংলাদেশ দলকে।

এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, 'গতকাল (রোববার) শারজাহয় শান্তর একটা এমআরআই করানো হয়। আমরা দলের ফিজিও রিপোর্ট পেয়েছি। যাতে তার কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন আছে। এটা সারতে তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার। সে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তো বটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবে না। দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা খতিয়ে দেখব। সংযুক্ত আরব আমিরাত থেকে সে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে।'

গত শনিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন কুঁচকির চোটে পড়েন শান্ত। শেষ দিকে ফিল্ডিং না করে মাঠ ছেড়ে বেরিয়ে যান। ওই ম্যাচে ৭৬ রান করে দলের জয়ে ভূমিকা রাখা শান্তর চোট নিয়ে শঙ্কা ছিল। তবে সেটা যে এত প্রবল তা আঁচ করা যায়নি। সকালে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শান্তর তৃতীয় ওয়ানডে না খেলার খবর দিয়েছিলেন। শান্ত না থাকায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলকে সামলাবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও দলের সহ-অধিনায়ক তিনি। শান্ত ছিটকে যাওয়ায় তৃতীয় ওয়ানডেতে খেলবেন জাকির হাসান। তবে টেস্ট স্কোয়াডে শান্তর বদলে কাকে নেওয়া হবে তা এখনো জানানো হয়নি।

আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে চোট একাধিকবার হানা দিল বাংলাদেশ দলে। অসুস্থতার কারণে সিরিজের আগেই ছিটকে যান ব্যাটার লিটন দাস। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরছেন তবে বাংলাদেশ পাচ্ছে না মুশফিকুর রহিমকেও। প্রথম ওয়ানডেতে বাম হাতের তর্জনি আঙুলে চিড় ধরে তার। ফলে মুশফিক আগেই ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে।

আফগানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে শান্তকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। সবশেষ ১০ ওয়ানডেতে একটি সেঞ্চুরি, একটি ৯০, দুটি ফিফটির পাশাপাশি আরও তিনটি ইনিংসে ৪০ ছোঁয়া ইনিংস তিনি খেলেছেন। পাশাপাশি তার নেতৃত্ব তো আছেই। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায়। পরের টেস্ট জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৮ ডিসেম্বর থেকে। ফিট হয়ে উঠতে তাই চার সপ্তাহ সময় পাচ্ছেন শান্ত, এই ধরনের চোটের ক্ষেত্রে যা যথেষ্ট হওয়ার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে