শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
ওয়ানডে সিরিজ

শততম ওয়ানডেতে মিরাজের নেতৃত্বের অভিষেক

ক্রীড়া ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
শততম ওয়ানডেতে মিরাজের নেতৃত্বের অভিষেক
আফগানিস্তানের বিপক্ষে সোমবার তৃতীয় ওয়ানডেতে রীতিমতো ধ্বংসস্তুূপ দাঁড়িয়ে ব্যাটিং শুরু করেন মাহমুদউলস্নাহ রিয়াদ (ডানে)। সঙ্গী ছিলেন মেহেদী হাসান মিরাজ। দু'জনের ব্যাটে উঠলো ১৪৫ রান। ৬৬ রান করে মিরাজ বিদায় নিলেও মাহমুদউলস্নাহ দাঁড়িয়েছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। কিন্তু শেষ ওভারে কাঙ্ক্ষিত রান তুলতে পারলেন না তিনি। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন মাহমুদউলস্নাহ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৪৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা -ওয়েবসাইট

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবিতে বড় পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ জয়ে সমতার পর তৃতীয় তথা শেষ ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোট পাওয়ায় এই ম্যাচে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। দলের অধিনায়ক হিসেবে সোমবার তার অভিষেক হয়েছে। আর এমন ম্যাচেই সেঞ্চুরির মাইলফলক স্পর্শ

করেছেন তিনি। এদিন ৬৬ রান করেন মিরাজ।

বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নামেন মিরাজ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নিজের শততম ম্যাচ পূর্ণ করছেন এই স্পিন অলরাউন্ডার। ২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে মিরাজের ওয়ানডে অভিষেক হয়। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন। অভিষেক ম্যাচের পর দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মিরাজ। এই ম্যাচের আগে ৯৯ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেসঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি ক্রিকেটার।

বয়সভিত্তিক ক্রিকেট থেকে মেহেদী হাসান মিরাজকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল। জাতীয় দলের তিন ফরম্যাটে নিয়মিত ক্রিকেটার হলেও নেতৃত্বে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। যুব ক্রিকেটে তার সতীর্থ নাজমুল হোসেন শান্ত এখন জাতীয় দলের দায়িত্বে। মিরাজ তার ডেপুটি। আজ শান্তর অনুপস্থিতিতে মিরাজ নেমে গেলেন টস করতে। কুঁচকির চোটে শান্ত শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলতে পারছেন না। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি মিরাজ।

বাংলাদেশের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে মিরাজ সোমবার একশতম ওয়ানডে খেলতে নেমেছেন। এমন মাইলফলক ছোঁয়ার দিনে তার নেতৃত্বের অভিষেক হলো। নিশ্চিতভাবেই দিনটি রাঙাতে চাইবেন ডানহাতি স্পিন অলরাউন্ডার। তার মাইলফলক ছোঁয়া দিনটি বাংলাদেশ রাঙাতে পারলে আফগানিস্তানের বিপক্ষে আরেকটি সিরিজও নিশ্চিত হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

যুব ক্রিকেটে লাইমলাইটে মিরাজই ছিলেন এগিয়ে। শান্ত একটু পিছিয়ে। বয়সভিত্তিক দলে, অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ মিরাজের নেতৃত্বেই শান্ত খেলেছেন। ডেপুটিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুব ক্রিকেট পেরিয়ে মিরাজই দুজনের মধ্যে আগে জাতীয় দলে আসেন। শান্ত যোগ দেন পরে। মিরাজ শুরু থেকে জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে ওঠেন। শান্ত পায়ের নিজের জমিন খুঁজতে অনেক সময় নেন। নাটকীয়তার সঙ্গে ছিল ওঠা-নামার অধ্যায়। কঠিন পথ পেরিয়ে শান্ত এখন জাতীয় দলে তিন ফরম্যাটে অধিনায়ক।

শান্ত অধিনায়ক হলেও নিজের ভেতরে মিরাজকেই অধিনায়ক মনে করেন তিনি। গত সেপ্টেম্বরে বিসিবির হোম অব ক্রিকেট পডকাস্টে সেই গল্প শুনিয়েছিলেন শান্ত, 'এখানে মজার ব্যাপার হলো, আমরা অনূর্ধ্ব-১৫ দল থেকে একসাথে। অনূর্ধ্ব-১৫ দল থেকে মিরাজ কিন্তু আমার অধিনায়ক। আমি এখনো এটা বিশ্বাস করি ও-ই আমার অধিনায়ক। এটা ও জানে।'

'জিনিসটা হলো, যখন আমরা খেলেছি একসঙ্গে বিষয়টা এমন ছিল না যে ও অধিনায়ক বা আমি অধিনায়ক। ওর কাছে কখনোই মনে হয়নি যে আমি অধিনায়ক। আবার এখন আমি অধিনায়ক, ও নিজেও হয়তো মনে করে না যে আমি অধিনায়ক। ওর যখন মনে হয় যে এটা দলের জন্য ভালো হবে ও আমার কাছে আসে। ও যখন অধিনায়ক ছিল তখন আমি গেলে দেখা যেত একটা ফিডব্যাক দিতাম। বোঝাপড়াটা এতো ভালো।'- যোগ

করেন শান্ত।

মিরাজের আগে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। তারা হলেন- মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদউলস্নাহ রিয়াদ (২৩৪ ম্যাচ), মাশরাফি বিন মর্তুজা (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ পাইলট (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), হাবিবুল বাশার সুমন (১১১ ম্যাচ), মুস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ), রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে