বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন বছরে কখন, কোথায় খেলবেন শান্ত-জ্যোতিরা

ক্রীড়া প্রতিবেদক
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
নতুন বছরে কখন, কোথায় খেলবেন শান্ত-জ্যোতিরা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০তে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস -ফাইল ফটো

হ্যাপি নিউ ইয়ার, ২০২৫। আরও একটি নতুন বছর। আকাশে নতুন সূর্য। পুরোনো ব্যর্থতা ঝেড়ে নতুনকে স্বাগত জানাচ্ছে সবাই। নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জয়গান। সাফল্য-ব্যর্থতা মিলিয়ে দুই হাজার চব্বিশ পার করেছে বাংলাদেশ ক্রিকেট। সঙ্গে ছিল মাঠের বাইরের নানা ইসু্য। ঘটনাবহুল বছর শেষে ক্রিকেট পৃথিবী নতুনে পা রেখেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরও ব্যস্ত সময় কাটাবেন নাজমুল হোসেন শান্ত-নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দলের পুরো বছরজুড়েই থাকছে খেলার সূচি।

গত বছর বাংলাদেশ তুলনামূলক টেস্ট ক্রিকেটে বেশি ম্যাচ খেলেছিল (১০)। টি২০ বিশ্বকাপ থাকায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ বেশি খেলেছে (২৪)। অন্য দুই ফরম্যাট তুলনায় ওয়ানডে খেলা কম হয়েছে (৯)। এই বছর বাংলাদেশের টেস্ট রয়েছে ৬টি। বৈশ্বিক ও মহাদেশীয় প্রতিযোগিতা বাদে এফটিপি অনুযায়ী ওয়ানডে আছে ১৮টি। টি২০ও আছে ১৮টি। জানিয়ে রাখা ভালো, এই বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি রয়েছে। যা পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা। এছাড়া রয়েছে এশিয়া কাপ টি২০। ফলে দ্বিপক্ষীয় সিরিজ বাদেও বাংলাদেশ ক্রিকেটারদের প্রায় সারা বছর পাওয়া যাবে মাঠে।

1

দ্বিপক্ষীয় সিরিজ আছে ৬টি। দেশের বাইরে বাংলাদেশ সফর করবে ২টি। দেশে খেলবে ৪টি সিরিজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলছে। চলবে ৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত। বাংলাদেশের আন্তর্জাতিক সূচি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। পাকিস্তান ও দুবাইয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির গ্রম্নপ পর্বের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। গ্রম্নপ পর্বে ৩ ম্যাচ খেলে সেমিফাইনাল ও ফাইনালে যেতে পারলে বাংলাদেশ আরো দুইটি ম্যাচ খেলার সুযোগ পাবে।

দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে তৃতীয় মাসে। মার্চে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। মার্চ-এপ্রিলে ৩টি করে ওয়ানডে ও টি২০ খেলবে দুই দল। মে মাসে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। গত বছর রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ। এবারের সফরে খেলবে ৩টি করে ওয়ানডে ও টি২০। জুন-জুলাইয়ে এক মাসের সফরে বাংলাদেশ যাবে শ্রীলংকায়। পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশ ২ টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে। আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত। খেলবে ৩টি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ।

সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ টি২০ আসর। এই বছর ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। খেলবে ৩টি করে ওয়ানডে ও টি২০। আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি২০ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের দুই হাজার পঁচিশ সাল শেষ হবে। বছরের মাঝে যেকোনো সময়ে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে। গত বছরই এই দুই টেস্ট খেলার কথা ছিল। কিন্তু দুই বোর্ডের আলোচনায় তা এই বছর স্থানান্তরিত করা হয়েছে। পুরোনো ব্যর্থতা ঝেরে বাংলাদেশের সাফল্য সূর্য আলোকিত করে রাখবে দেশের ক্রিকেট এমনটাই চাওয়া কোটি ক্রিকেট ভক্তের।

২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেটের যত ব্যস্ততা

২০২৪ সাল ছিলো টি২০ বিশ্বকাপ ও অনেকগুলো টেস্টের বছর। নারী-পুরুষ মিলিয়েই দেশের ক্রিকেটে ছিলো অনেক ব্যস্ততা। ঠাসা সূচি আছে ২০২৫ সালেও। তবে নতুন বছরে ওয়ানডে সংস্করণে আছে বেশি খেলা, আছে বড় আসর। এই বছর আবার টেস্টের সংখ্যা কম বাংলাদেশের।

দেখে নেওয়া যাক ভবিষ্যৎ সফরসূচির মধ্যে থাকা ২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেট।

পুরুষ ক্রিকেট

ফেব্রম্নয়ারি- মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি

মার্চে জিম্বাবুয়ে সফরে আছে তিনটি করে ওয়ানডে ও টি২০।

মে মাসে পাকিস্তান সফরে আছে তিনটি করে ওয়ানডে ও টি২০।

জুনে শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটা টি২০ আছে।

অগাস্টে বাংলাদেশ সফরে এসে ভারত খেলবে তিনটি করে ওয়ানডে ও টি২০।

সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ (ভেনু্য চূড়ান্ত নয়)

ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসবে বাংলাদেশে, আছে তিনটি করে ওয়ানডে ও টি২০।

নভেম্বরে আয়ারল্যান্ড তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলতে আসবে বাংলাদেশে।

নারী ক্রিকেট

জানুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ

অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ (কোয়ালিফাই করলে সেখানে খেলবে বাংলাদেশ)

ডিসেম্বরে ভারত সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।

নির্ধারিত এই সূচির দ্বি-পাক্ষিক আলোচনার ভিত্তিতে আরও এক বা একাধিক সিরিজ আয়োজিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে