শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

টি২০'র নেতৃত্ব ছাড়লেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
  ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
টি২০'র নেতৃত্ব ছাড়লেন শান্ত
টি২০'র নেতৃত্ব ছাড়লেন শান্ত

গত বছরের ফেব্রম্নয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব তুলে দেওয়া, সেটি পূরণ করতে পারেননি। অধিনায়কত্ব তো বটেই নিজের ফর্মটা হারিয়ে ফেলেন এই সময়টায়। ফলে তীব্র সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়ার কথা ভাবছিলেন। তবে শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিয়ে ধূম্রজাল ছিল এতদিন। যদিও এই মুহূর্তে বিষয়টি নিয়ে আর ধোঁয়াশা নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে শান্ত জানিয়ে দিয়েছেন, টি২০তে অধিনায়কত্ব করতে চাচ্ছেন না তিনি। শুধু ওয়ানডে ও টেস্ট ফরম্যাট চালিয়ে যেতে আগ্রহী।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে বলেছেন, 'শান্ত বলে দিয়েছে সে আর টিুটোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।'

1

তবে কুড়ি ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক কে হচ্ছে- সেই সিদ্ধান্ত এখনই নিচ্ছে না বিসিবি, 'যেহেতু আপাতত আমাদের টি২০ খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না।'

ইনজুরির কারণে শান্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। তার বদলে টেস্ট ও ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন লিটন দাস। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করে বাংলাদেশ। তাতে করে লিটনের জন্য কুড়ি ওভারের নেতৃত্ব পাওয়াটা আরও সহজ হয়ে গেছে। ওই সিরিজ শেষে তিনি নিজেও জানিয়েছিলেন, 'বিসিবি চাইলে আমি টি-টোয়েন্টি অধিনায়কত্ব করতে প্রস্তুত আছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে