সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় দিনেই ১৫ উইকেটের পতন, সিডনি টেস্টে রোমাঞ্চের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
দ্বিতীয় দিনেই ১৫ উইকেটের পতন, সিডনি টেস্টে রোমাঞ্চের অপেক্ষা
সিডনি টেস্টে ঋষভ পান্ত খেললেন ৩৩ বলে ৬১ রানের ইনিংস -ওয়েবসাইট

চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের শুরু থেকেই জমজমাট লড়াই উপহার দিয়ে আসছে ভারত-অস্ট্রেলিয়া। সিডনি অনুষ্ঠিত শেষ টেস্টে ভারতের সামনে সিরিজ ড্র করার সুযোগ নাকি অজিদের কর্তৃত্ব, তা জানতে আর হয়তো খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। যদিও সিডনি টেস্ট শেষ হতে এখনো তিনদিন বাকি। তবে শনিবার দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন ভিন্ন আভাসই দিচ্ছে। টার্গেট দেওয়ার লক্ষ্যে ভারত দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৪১ রান, তাদের লিড ১৪৫ রান। দ্বিতীয় দিন শেষে জাদেজা ৮ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন।

আগের টেস্টগুলোর মতো পেসাররাই যে সিডনিতে রাজত্ব করবে- সেটা পিচ রিপোর্ট দেখেই অনুমান করা যাচ্ছিল। তেমনই দেখা গেল সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দুই দিনে। প্রথমদিন ১১ এবং শনিবার দ্বিতীয় দিন উভয় দল ১৫ উইকেট হারিয়েছে। যেখানে নির্দিষ্ট করে কোনো দলকেই খুব একটা এগিয়ে রাখার সুযোগ নেই। প্রথম ইনিংসে ভারত ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর, অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১৮১ রানে। ফলে সফরকারীরা ৪ রানের লিড পায়।

ম্যাচের প্রথম দুই ইনিংসে দুই দল মিলিয়ে ফিফটি ছিল স্রেফ একটি। সেখানেই অস্ট্রেলিয়ান বোলারদের তুলাধুনা করে ঋষভ পান্ত খেললেন ৩৩ বলে ৬১ রানের ইনিংস! আরও একবার দেখালেন, তার মতো আর কেউ নেই। আরও একজন দেখালেন, তিনিও আলাদা। পেস আক্রমণের কেউ চোট-বিশ্রাম পেলেই কেবল তার সুযোগ মেলে একাদশে। প্রায় প্রতিবারই পারফর্ম করেন দারুণভাবে। এই টেস্টেও প্রথম ইনিংসে শিকার করেছিলেন চার উইকেট। ব্যাটসম্যানদের ব্যর্থতার পর দল যখন আবার তাকিয়ে বোলারদের দিকে, সেই স্কট বোল্যান্ড জ্বলে উঠলেন আবার। ম্যাচে দ্বিতীয়বার তিনি পেলেন চার উইকেটের স্বাদ।

সব মিলিয়ে সিডনি টেস্ট এখন জমজমাট। প্রথম দুই দিনে ২৬ উইকেট পতনের পরও এগিয়ে রাখা যাচ্ছে না কোনো এক দলকে। প্রথম ইনিংসে ১৮৫ রানের পুঁজি নিয়েও ভারত আদায় করে নেয় চার রানের লিড। ভারতীয় বোলারদের কৃতিত্ব আসলে আরও বেশি। তাদের বোলিংয়ের মূল অস্ত্রই যে অর্ধেক সময় ছিল মাঠের বাইরে! অস্ট্রেলিয়ার রান যখন ৫ উইকেটে ১১১, তখনই চোটের কারণে মাঠ ছেড়ে যান জাসপ্রিত বুমরাহ। ভারত এরপরও দারুণ বোলিংয়ে ২০ ওভারের মধ্যে তুলে নেয় অস্ট্রেলিয়া বাকি ৫ উইকেট। ভারতীয় ব্যাটিং আবারও ভেঙে পড়ে বোল্যান্ডের সামনে। কিন্তু জবাব হয়ে আসেন ঋষভ পান্ত। শেষ পর্যন্ত ভারত দিন শেষ করে ৬ উইকেটে ১৪১ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে