শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কাতে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের মেয়েদের সামনে।
আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লংকানদের ২১ রানে পরাজিত করেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে বাংলাদেশ ১২৬ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে স্বাগতিকদের ইনিংস থেমে গেছে ১০৫ রানে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলংকা। কিন্তু বাংলাদশে দল পুরো ২০ ওভার ব্যাটিং করতে পারেনি। ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের মেয়েরা। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানে থেমে যায় লংকান মেয়েদের ইনিংস।
দলের ব্যাটারদের মধ্যে বেশ কয়েকজন ভালো শুরুর পরও ইনিংসটাকে বড় করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান আসে জান্নাতুল মাওয়ার ব্যাট থেকে। এর বাইরে আফিয়া আসমা (২১), ইভা (২০), সুমাইয়া আক্তার (১৩) ও সাদিয়া আক্তার (১৫) রানের ইনিংস খেলেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশ দল ১২৬ রানের স্কোর গড়ে। লংকান বোলারদের মধ্যে রাশমিকা সেওয়ান্দি ২৮ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া দুটি উইকেট নেন চামোদি মনাসিংহে।
১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলংকা প্রথম বলেই উইকেট হারায়। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। প্রয়োজনীয় আস্কিংরেট মেনে ব্যাটিং করতে পারেনি। ফলে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানে থেমে যায় লঙ্কান ইনিংস। একমাত্র হিরুনি হানসিকাই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় লঙ্কান এই ব্যাটার খেলেছেন ৪৪ রানের ইনিংস। এর বাইরে অধিনায়ক মানুদি নানায়াক্কারা খেলেন ২৫ রানের ইনিংস।
এদিন ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর বল হাতেও সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাওয়া। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া, ফারজানা ইয়াসমিন ও আনিসা আক্তার প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন মাওয়া।