অনেক দিন ধরে খেলার মাঝে ছিলেন না নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা এবার জানালেন, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ২০২৬ সালের আসরেই শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।
আক্রমণভাগের ৩২ বছর বয়সি খেলোয়াড় এক বছরেরও বেশি সময় খেলার মাঝে নেই। সিএনএন-কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ' জানি এটাই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করবো।'
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের বাছাই পর্বে ভীষণভাবে ধুঁকছে। ১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রম্নপে তারা এখন পাঁচে অবস্থান করছে। নেইমার মনে করেন এখনও দেড় বছর আছে। সবাই মিলে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব, 'সবাই মিলে কাজ করলে আমার মনে হয় বড় কিছু পাওয়া সম্ভব। আমাদের দেড় বছরের মতো সামনে আছে। বিশ্বকাপে যেতে সঠিক কিছু করতে এই সময়েই কাজ করতে হবে।'
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোট নিয়ে মাঠ ছেড়ে যান নেইমার। তার পর তো হাঁটুর ইনজুরিতে বছরের মতো বাইরেই ছিলেন। গত অক্টোবর-নভেম্বরে অল্প সময়ের জন্য ফিরলেও আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। তার পর থেকে খেলার মাঝে নেই। নেইমার বলেছেন তার লক্ষ্য এখন আগামী বিশ্বকাপ, 'আমি ওই বিশ্বকাপে থাকতে চাই। সেরাটা দিতে সব চেষ্টা করবো আমি। ব্রাজিল দলে থাকতে কঠোর পরিশ্রম করবো।'