সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ম্যাচ জিততে মরিয়া ছিল বার্সা কোচ

ক্রীড়া ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
ম্যাচ জিততে মরিয়া ছিল বার্সা কোচ

আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিয়ে সুসংবাদ পাওয়ায় আরও উজ্জীবিত হয়ে উঠেছিল বার্সেলোনা। ম্যাচেও এর প্রমাণ মেলে। পরে কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক বললেন, এই দুইজনের জন্য ম্যাচটি জিততে মরিয়া ছিল তারা।

চলতি মৌসুমের দ্বিতীয় ভাগে ওলমো ও ভিক্তরকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল বার্সেলোনা। গত গ্রীষ্মের দলবদলে এই দুজনকে দলে টানে তারা। কিন্তু লা লিগার ব্যয়ের সীমা বিবেচনায় শুধুমাত্র ২০২৪-২৫ মৌসুমের প্রথম ভাগের জন্য তাদের নিবন্ধন করাতে পেরেছিল কাতালান দলটি।

স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) বুধবার জানায়, মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত খেলার জন্য ওলমো ও ভিক্তরকে পাবে বার্সেলোনা। দারুণ সংবাদটি বিলবাও ম্যাচের জন্য বাসে করে স্টেডিয়ামে যাওয়ার সময় পায় স্প্যানিশ ক্লাবটি। ম্যাচটি শুরুর আগে মুভিস্টারকে ফ্লিক বলেন,' এখন আমাদের এই ম্যাচ জেতার আরও একটি কারণ তৈরি হয়েছে।'

বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন,' আমি মনে করি, ম্যাচের আগে এটা আমাদের জন্য ভালো বার্তা ছিল। আমরা দানি ওলমো ও পাউ ভিক্তরের জন্য জিততে চেয়েছিলাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে