রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ব্যাটসম্যান বলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
ব্যাটসম্যান বলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব
ব্যাটসম্যান বলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব

সাকিব আল হাসান এখন অর্ধেক ক্রিকেটার। সেটা তার নিজের মানদন্ডেই। ক্রিকেটবিশ্ব এই বাঁহাতিকে চেনে অলরাউন্ডার হিসেবে। কিন্তু অননুমোদিত অ্যাকশনের কারণে সাকিবের এখন বোলিং করার সুযোগ নেই। শুধুই ব্যাটসম্যান। আর শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের জায়গা দেখেননি নির্বাচকেরা।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্পষ্ট করেই বলেছেন, শুধু ব্যাটসম্যান বলে সাকিবকে দলে রাখা হয়নি। তবে অন্য দুটি প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক যা বলেছেন, তাতে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা শুধুই 'অর্ধেক ক্রিকেটার' বলে নয়।

সাকিব যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না, সেটি প্রায় নিশ্চিত হয়ে যায় শনিবার সাকিবের দ্বিতীয় দফার অ্যাকশন পরীক্ষায় ফেল করার খবরে। আজ দল ঘোষণার সময় সেই প্রসঙ্গ টেনে প্রধান নির্বাচক বলেছেন, 'বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পরীক্ষায় নেগেটিভ, তাই শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। আমরা তাকে দল গঠনে ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেছি। কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে জায়গা দেওয়া যায়নি।'

গাজী আশরাফের কথার যে অর্থ দাঁড়ায়, সেটা হচ্ছে বোলিং নিয়ে সমস্যা না থাকলে সাকিবকে অলরাউন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতো। কিন্তু সাকিব যখন বোলিংয়ে নিষিদ্ধ হননি, তখনও নির্বাচকেরা চাইলেই তাকে দলে রাখতে পারেননি। আগস্টে ক্ষমতাচু্যত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হওয়ায় অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে পারেননি সাকিব, যদিও মিরপুরে খেলেই টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি।

এবারও সাকিবকে দলে না রাখার পেছনে মাঠের বাইরের কারণ বা এ জাতীয় কিছু আছে কি না কৌতূহল থাকেই। তবে প্রধান নির্বাচক সেটা উড়িয়ে দিয়ে বলেছেন, তাদের বিবেচনাতেই সাকিব বাদ পড়ে গেছেন। খেলানো যাবে কি না তেমন পরিস্থিতি নিয়ে ভাবার সুযোগই হয়নি,' কেউ অবসর না নিলে (নির্বাচকদের) বিবেচনায় থাকে, যেটা বিসিবি প্রেসিডেন্টও বলেছেন। ফিটনেস বা অন্য সমস্যা আছে কি না, আমরা সব ক্লিয়ারেন্স চাই। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি।'

২৪৭ ওয়ানডেতে ৩৭.২৯ গড়ে ৭৫৭০ রান আছে সাকিবের। ৯ সেঞ্চুরি ও ৫৬ ফিফটি করা এই বাঁহাতিকে শুধু ব্যাটসম্যান হিসেবেও কেন বিবেচনায় নেওয়া গেল না্তএমন প্রশ্নে গাজী আশরাফের জবাব, 'পাবলিকলি এত লেজেন্ডারি কাউকে না রাখার কারণ আলোচনা করা ঠিক হবে না। যারা আছেন তারা ক্যাপেবল (সক্ষম)। ঘরোয়াতে রান করেছেন।'

আগামী ১৯ ফেব্রম্নয়ারি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রম্নয়ারি ভারতের বিপক্ষে। গ্রম্নপপর্বে নাজমুল হোসেনরা খেলবেন নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে