রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সাবিনা-মনিকাদের কোচ থাকছেন বাটলারই

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
সাবিনা-মনিকাদের কোচ থাকছেন বাটলারই
সাবিনা-মনিকাদের কোচ থাকছেন বাটলারই

নানা ঘটনাপ্রবাহ ও গুঞ্জনের সমাপ্তি হলো অবশেষে। ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখা কোচ পিটার জেমস বাটলারকেই দায়িত্বে রেখে দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আর এই ইংলিশ কোচের সঙ্গে আপাতত চুক্তির মেয়াদ এক বছর বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ,' পিটার ভালো কোচ। তার কোচিংয়ে দল গত সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল। তাকেই আমরা মেয়েদের দায়িত্বে রেখে দিচ্ছি। আপাতত চুক্তির মেয়াদ এক বছর এবং এরপর তা নবায়নের সুযোগ থাকছে।'

গত অক্টোবরে নেপালে সাফ টুর্নামেন্ট চলাকালেই নানা বিতর্ক সঙ্গী হয়েছিল বাটলারকে ঘিরে। দলের মিডফিল্ডার মনিকা চাকমা অভিযোগ করে বসেন, এই কোচ নাকি সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না।

সেসময় পাল্টা জবাব দিতে ছাড়েননি বাটলারও। তিনি অভিযোগ করে বসেন, মেয়েদের সাবেক কোচ এবং বাফুফের কেউ কেউ মেয়েদেরকে ভুল পথে প্ররোচিত করছে, উস্কানি দিচ্ছে। তার অভিযোগের তির ছিল মূলত ২০২২ সালের সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটনের দিকে।

তবে বিতর্কের এই ডামাডোলের মধ্যেই স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেন সাবিনা-মনিকারা। জয়ীর বেশে দেশে ফেরে দল। এরপর বাটলারের কোচের পদে থাকা, না থাকা নিয়ে রকমারি গুজব ছড়াতে থাকে। বাফুফে অফিসিয়ালদের কেউ কেউ 'আনঅফিসিয়ালি' বলতে থাকেন, বাটলারকে দায়িত্বে রাখা হবে, কারো কারো ইঙ্গিত ছিল না-সূচক।

গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি ছিল বাটলারের। মেয়াদ শেষের আগেই সাধারণত চুক্তি হয়ে যায়, কিন্তু তখন দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটির পক্ষ থেকে নতুন বছরের শুরুতে কোচের বিষয়টি সুরাহা হওয়ার কথা বলা হয়েছিল। এরই মধ্যে আবার গুঞ্জন শোনা যায় যে, খেলোয়াড়দের অনেকে চান না বাটলারকে তাদের দায়িত্বে দেখতে। সব মিলিয়ে ঝুলে থাকে চুক্তির বিষয়টি। অবশেষে সব গুজব-গুঞ্জনের ইতি হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে