রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সালফোর্ড সিটির জালে ম্যানসিটির ৮ গোল!

ক্রীড়া ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
সালফোর্ড সিটির জালে ম্যানসিটির ৮ গোল!
সালফোর্ড সিটির জালে ম্যানসিটির ৮ গোল!

এফএ কাপে সালফোর্ড সিটিকে গোলের মালা পরিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানসিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গভীর যোগাযোগ আছে চতুর্থ স্তরে খেলা দলটির। সেই কারণেই কিনা শনিবার রাতে তেতে ওঠা পারফরম্যান্সে তাদের ৮-০ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার দল ম্যানসিটি।

বলা যায় নিজেদের সাম্প্রতিক ব্যর্থতাকে ঝেড়ে ফেলার ইঙ্গিত দিয়েছে সিটিজেনরা। অভিষেক করতে নেমে ডিভিন মুবামা গোলের দেখা পেয়েছেন। বছর ধরে গোল খরায় ভোগা জ্যাক গ্রিয়েলিশও পেয়েছেন জালের দেখা। তাছাড়া দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেছেন জেমস ম্যাকঅ্যাটি।

ম্যাচের আট মিনিটে জেরেমি ডকুর গোলে এগিয়ে যায় ম্যানসিটি। তার পর ২০ মিনিটে ব্যবধান বাড়ান মুবামা। বিরতির আগে নিকো ও'রেইলি আরও একবার জাল কাঁপালে ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় নেয় তারা। অবশ্য বিরতির পরই বেশি ক্ষুরধার ছিল সিটির পারফরম্যান্স। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান জ্যাক গ্রিয়েলিশ। তার পর ৬২, ৭২ ও ৮১ মিনিটে ছিল শুধু ম্যাকঅ্যাটির আধিপত্য। এর মাঝে ডকু আরেকবার স্পট কিক থেকে জাল কাঁপিয়ে বড় জয়ে অবদান রেখেছেন।

সালফোর্ডকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিরূপ বললে ভুল হবে না। কারণ এই ক্লাবটির মালিকরা সবাই ম্যানইউ সতীর্থ! তাদের মাঝে রয়েছেন গ্যারি নেভিল, রায়ান গিগস, ফিল নেভিল, পল স্কোলস, নিকি বাট ও ডেভিড বেকহ্যাম!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে