শ্রীলংকার বিপক্ষে সম্প্রতি ওয়ানডে সিরিজ না খেললেও অনুমিতভাবে অভিজ্ঞ কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে ও লকি ফার্গুসেনকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্ট্যান্টনারের নেতৃত্বে দলে রাখা হয়েছে পাঁচ পেসার।
সাবেক অধিনায়ক উইলিয়ামসন ও কনওয়ে বর্তমানে দক্ষিণ আফ্রিকার এসএ টি২০ খেলছেন, ফার্গুসেন খেলছেন বিগ ব্যাশ লিগে। শ্রীলঙ্কার বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি তরুণ পেসার বেন সিয়ার্সও। চোট কাটিয়ে তিনিও ফিরেছেন দলে।
পেস আক্রমণে ম্যাট হেনরি, ফার্গুসেনের সঙ্গে সিয়ার্স রাখবেন বড় ভূমিকা। তাদের সঙ্গে দলে আছেন আরও দুই পেসার উইল ও্থরর্কি, ন্যাথান স্মিথ। সিয়ার্স, রর্কি আর স্মিথের এটা প্রথম কোন আইসিসি আসর হতে যাচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির নিউজিল্যান্ডের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গেস্নন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, ন্যাথান স্মিথ, ম্যাট হেনরি, লকি ফার্গুসেন, বেন সিয়ার্স, উইল ওরর্কি