রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আর্সেনালকে হারাল ১০ জনের ম্যানইউ

ক্রীড়া ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
আর্সেনালকে হারাল ১০ জনের ম্যানইউ

দ্বিতীয়ার্ধ শুরুর খানিক পরই দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। নানা নাটকীয়তার শুরুও যেন সেখানে। অল্প সময়ের মধ্যে ১০ জনের দলে পরিণত হয় তারা, হজম করে গোলও। ব্যবধান গড়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পায় আর্সেনাল; কিন্তু পারেনি তারা কাজে লাগাতে। এরপর, প্রতিপক্ষের প্রবল চাপ সামলে লড়াই টাইব্রেকোরে টেনে নেয় ইউনাইটেড। স্নায়ুচাপের সেই পরীক্ষায় জিতে এফএ কাপের শেষ ষোলোয় উঠল হুবেন আমুরির দল ম্যানইউ।

এমিরেটস সেটডিয়ামে রোববার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে ৫-৩ গোলে জিতেছে ম্যানইউ। ব্রম্ননো ফার্নান্দেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন গাব্রিয়েল মাগালিয়াইস। এরপর ইউনাইটেডের নায়ক হয়ে আবির্ভুত হন আলতাই বায়িনদির। নির্ধারিত সময়ে মার্টিন ওডেগোরের পেনাল্টি শট ঠেকানোর পর, টাইব্রেকারেও একটি শট ঠেকান এই তুর্কি গোলরক্ষক।

১২০ মিনিটের লড়াইয়ে ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। সেখানে মাত্র সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখা ইউনাইটেড টাইব্রেকারে হাসল জয়ের হাসি। পেনাল্টি শুটআউটে ইউনাইটেড পাঁচ শটের সবগুলোই জালে পাঠায়। আর্সেনাল সফল হয় তিনটিতে; কাই হাভার্টজের দুর্বল শট ঠেকিয়ে দেন বায়িনদির।

প্রথমার্ধেই বড় একটা ধাক্কা খায় আর্সেনাল। ৩৮ মিনিটে নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের ফের্নান্দেসকে পেছন থেকে ট্যাকল করতে গিয়ে নিজেই চোট পান জেসুস। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। তার জায়গায় বদলি নামেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। বিরতির পর লড়াই জমে ওঠে দারুণভাবে। অল্প সময়ের মধ্যে ঘটে অনেক ঘটনা, দুই দলই পায় জালের দেখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে