ওয়ানডে ক্রিকেটের জন্য বেশ ভিন্ন একটা বছরই পার করেছে ২০২৪। ২০২৩ সালের বিশ্বকাপের পর সব দলেরই চিন্তায় ছিল টি২০ ফরম্যাট। ২০২৪ সালের সংক্ষিপ্ত এই ফরম্যাটে হয়েছে বিশ্বকাপ। তাই সেদিকেই ছিল সব মনোযোগ। এরপরেই ক্রিকেট দুনিয়া ব্যস্ত হয়ে যায় লাল বলের ক্রিকেটে। ২০২৫ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে নিজেদের সূচি সাজাতে শুরু করে দলগুলো।
ওয়ানডে ক্রিকেট তাই এবারে অনেকটা বিরল দৃশ্যই ছিল বিগত বছরে। সবচেয়ে বেশি ১৮ ওয়ানডে খেলেছে শ্রীলংকা। অন্যদিকে নিউজিল্যান্ড আর ভারত খেলেছে মোটে ৩টি করে ওয়ানডে ম্যাচ। ক্রিকেটের বিখ্যাত সাময়িকী উইজডেনের বর্ষসেরা একাদশেও ছিল এর প্রভাব।
ক্রিকেটের বিগ থ্রি খ্যাত তিন দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত থেকে বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মোটে একজন। আর বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবল একজনই। তিনি তাসকিন আহমেদ। বছরজুড়ে ওয়ানডে ফরম্যাটে নিজের দারুণ পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন বর্ষসেরা স্কোয়াডে।
দুই পেসারের একজন শাহিন আফ্রিদি ও তাসকিন আহমেদ। পুরো বছরে ওয়ানডেতে শাহিন আফ্রিদির ঝুলিতে গেছে ১৫ উইকেট। ছিলেন বেশ ইকোনমিক্যাল। আর তাসকিনের বছরশেষে উইকেট ১৪টি। বছরের শেষটা ভালো না গেলেও মার্চে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন বেশ উজ্জ্বল। ৩ ম্যাচেই শিকার করেছিলেন ৮ উইকেট। উইজডেনের স্কোয়াডেও জায়গা নিশ্চিত হয়েছে সেই সূত্রে।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউলস্নাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।